নবান্ন থেকে নন্দীগ্রাম-বার্তা মুখ্যমন্ত্রীর, দক্ষিণেশ্বর মন্দির ঢেলে সাজানোর ঘোষণা

নবান্ন থেকে নন্দীগ্রাম-বার্তা মুখ্যমন্ত্রীর, দক্ষিণেশ্বর মন্দির ঢেলে সাজানোর ঘোষণা

কলকাতা: কোভিড পরিস্থিতে সম্পূর্ণ নিয়ম বিধি মেনেই এবার পালিত হয়েছি দুর্গোৎসব৷ হাইকোর্টের নির্দেশে মণ্ডপ দর্শকশূন্য থাকলেও মাতৃ আরাধনা হয়েছে৷ মঙ্গলবার নবান্নের সভাঘর থেকে ভার্চুয়ালি বিশ্ববাংলার শারদ সম্মান পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়৷ ২২টি জেলার ২৭১টি পুজো কমিটির সদস্য এদিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন৷ তাঁদের হাতে পুরস্কার তুলে দেন সংশ্লিষ্ট জেলা শাসক ও এসপিরা৷  

আরও পড়ুন- সংক্রমণ বৃদ্ধির ভয়! লোকাল ট্রেন চালুর আগে জরুরি গাইডলাইন রাজ্যের

সুষ্ঠভাবে দুর্গাপুজো পরিচালনার জন্য ক্লাব কর্তৃপক্ষ ও পুলিশকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সকলকে কালীপুজো, ভাইফোঁটা ও ছট পুজোর আগাম শুভেচ্ছাও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজোর মতো কালিপুজো, দিওয়ালি এবং ছট পুজোও ভালো ভাবে ও সুষ্ঠ ভাবে পালন করবেন৷ স্বাস্থ্য বিধি মেনে পুজো করবেন৷ সেরা পুজোগুলিকে ৫০ হাজার টাকা, সেরা পুজো মণ্ডপগুলিকে ৩০ হাজার টাকা এবং সেরা প্রতিমার জন্য ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়৷ জেলার পর পুরস্কার দেওয়া হয় কলকাতার ক্লাবগুলিকে৷ কলকাতায় যে ক্লাবগুলি পুরস্কার পেয়েছে, তার মধ্যে রয়েছে ৭৮ পল্লী, কলেজ স্কোয়ার, চরকা বাগান, বালিগঞ্জ বাদামক্লাব, বেলেঘাটা ৩৩ পল্লী৷ এছাড়াও সেরার সেরা পুরস্কার পয়েছে বকুলবাগান, চক্রবেরিয় ও ভবানীপুরের বেশ কয়েকটি পুজো কমিটি৷  প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়ার প্রথা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক পুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশ নেয়।

আরও পড়ুন- কীভাবে হবে ছট পুজো? ঐতিহাসিক রায় ঘোষণা হাইকোর্টের

এদিন দক্ষিণেশ্বর মন্দিরকে ঢেলে সাজানোর কথা বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, দক্ষিণেশ্বরে আগেই স্কাইওয়াক করে দেওয়া হয়েছে৷ এবার লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে৷  লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে মন্দিরের ঐতিহ্য। মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ এসে এখানে ছবি তুলবেন, কিন্তু সাজিয়ে দিয়েছি আমরাই৷ প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ সফরের শেষ দিনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেছিলেন তিনি৷ তাঁর নাম না করেই এদিন একথা বলেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও এদিন নন্দীগ্রাম দিবস উপলক্ষে মেদিনীপুরের মানুষদের শুভেচ্ছাও জানান তিনি৷ তবে তাঁর মুখে শোনা যায়নি শুভেন্দু অধিকারীর নাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 3 =