কলকাতা: করোনা নিয়ে উস্কানিমূলক পোস্টের জের৷ ফেসবুকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারমূলক পেজ ‘বাংলার গর্ব মমতা’- থেকে সরিয়ে দেওয়া হল পোস্ট৷ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকেই নয়, টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে থেকে এহেন ১০০টি পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে৷ যেগুলি উস্কানিমূলক বলেই মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা৷ পাশাপাশি কিছু অ্যাকাউন্টও সরিয়ে দেওয়া নির্দেশ জারি করা হয়েছে৷
আরও পড়ুন- শহরের অধিকাংশ হাসপাতালের অমিল করোনা বেড! হাহাকার সর্বত্র
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলেন, করোনা সংক্রান্ত পোস্টে সৎকারের ছবি উস্কানিমূলক বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে৷ এই ধরনের পোস্ট মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে৷ এমনকী হামলা হতে পারে স্বাস্থ্যকর্মীদের উপরেও৷ সেই কারণেই এই ধরনের পোস্ট ব্লক করে দেওয়া হয়েছে৷ এই তালিকা বেশ দীর্ঘ৷ হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, এই তালিকায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘বাংলার গর্ব মমতা’৷ প্রসঙ্গত, এই পেজে ২৭ লক্ষ ফলোয়ার্স রয়েছে৷ জানা গিয়েছে, রবিবার সকালে ১০টা ১৫ পর্যন্ত এই পেজে ঢুকতে পেরেছে হিন্দুস্তান টাইমস৷ পাশাপাশি খুলছে টুইটার অ্যাকাউন্টও৷ তবে ফেসবুকের তরফে এই পেজের অ্যাডমিনকে কোনও নোটিশ বা নির্দেশ দেওয়া হয়েছে কিনা, তা জানা সম্ভব হয়নি৷
আরও পড়ুন- মেলেনি করোনার রিপোর্ট, ৩ দিন ধরে মর্গেই পড়ে রোগিণীর দেহ
উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ (এ) ধারায় উস্কানিমূলক পোস্ট ব্লক করে দেওয়ার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার থেকে সেই নির্দেশ কার্যকর করা হয়েছে। এক উচ্চপদস্থ আধিকারিক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারমূলক পেজও ব্লক করে দেওয়ার নির্দেশ রয়েছে৷ ফেসবুক পেজ ‘বাংলার গর্ব মমতা’-র পাশাপাশি ব্লক করার নির্দেশ রয়েছে কংগ্রেস সাংসদ রেভন্ত রেড্ডি, বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, দুই সিনেমা নির্মাতা বিনোদ কাপরি ও অবিনাশ দাসের টুইটার অ্যকাউন্ট৷ তালিকায় রয়েছে ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক’-দের অ্যাকাউন্টও৷ এই সকল অ্যকাউন্টে যে পোস্টগুলি নিয়ে আপত্তি উঠেছিল, সেগুলি ব্লক করে দিয়েছে টুইটার ইন্ডিয়া। এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷