মেলেনি করোনার রিপোর্ট, ৩ দিন ধরে মর্গেই পড়ে রোগিণীর দেহ

মেলেনি করোনার রিপোর্ট, ৩ দিন ধরে মর্গেই পড়ে রোগিণীর দেহ

কলকাতা:  করোনা পরীক্ষার রিপোর্ট না মেলায় তিন দিন ধরে মর্গেই পড়ে রোগীর মৃতদেহ৷ এমনই অভিযোগ মৃতের পরিবারের৷ গত তিন দিন ধরে বাঘাযতীন হাসপাতালে রোগীর দেহ পড়ে রয়েছে বলে খবর৷ 

আরও পড়ুন- লড়াই শেষ হল খড়দহের তৃণমূল প্রার্থীর, কোভিডে প্রয়াত কাজল সিনহা

কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন সন্তোষপুর সাউথ রোডের বাসিন্দা মিনতি ঘোষ৷ বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়৷ কিন্তু ওই দিনই হাসপাতালে মৃত্যু হয় বছর ৪৫-এর মিনতি দেবীর৷ এদিকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল থেকে তাঁর নমুনা এমআর বাঙুর হয়ে এসএসকেএম হাসপাতালে যায় কোভিড টেস্টের জন্য৷ এর পর থেকে এখনও পর্যন্ত তাঁর পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছয়নি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে৷ এদিকে এতগুলো দিন কেটে গেলেও পরিবারের সদস্যরা দেহ হাতে পাননি৷ হাসপাতালে গেলে তাঁদের জানানো হয়, কোভিড রিপোর্ট না আসা পর্যন্ত দেহ দেওয়া যাবে না৷ তাঁর কোভিট পরীক্ষার রিপোর্ট পজেটিভ এল, দেহ শেষকৃত্যের জন্য ধাপায় নিয়ে যাওয়া হবে৷ নেগেটিভ এলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ 

আরও পড়ুন- আর বাড়িতে পড়ে থাকবে না মৃত করোনা রোগীর দেহ, বড় সিদ্ধান্ত রাজ্যের

ইতিমধ্যে দফায় দফায় হাসপাতালে গিয়েছেন মিনতিদেবীর পরিবারের সদস্যরা৷ কিন্তু কোনও সুরাহা হয়নি৷ এমনকী হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকমতো সহযোগিতা করছে না বলেও তাঁদের অভিযোগ৷ হাসপাতাল কর্তৃপক্ষের একটাই বক্তব্য, যে মুহূর্তে আমাদের হাতে রিপোর্ট এসে পৌঁছবে, সেই মুহূর্তেই দেহ দিয়ে দেওয়া হবে৷ কিন্তু মিনতিদেবীর পরিবারের বক্তব্য, রিপোর্ট যদি নাই আসে, তাহলে কতদিন দেহ এভাবে মর্গে পড়ে থাকবে? মর্গের অবস্থাও ভালো নয়, কারণ, অনেক দেহ ওখানে জমা হয়েছে৷ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও অসহায়৷ এসএসকেএম হাসপাতাল থেকে যতক্ষণ না নমুনা তারা পাচ্ছেন, দেহ দেওয়া সম্ভব হচ্ছে না৷ আজ রবিবার৷ অর্থাৎ আজ কোনও ভাবে রিপোর্ট আসবে কিনা, সেই সদুত্তরও মেলেনি৷  আজও রিপোর্ট না এলে চারদিন মর্গে পড়ে থাকবে  তাঁর দেহ৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =