কলকাতা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দিনপ্রতি সংক্রমণ এবং মৃত্যুর হার তাও যেন সাধারণ মানুষের সচেতনতা ফিরছে না। বিধানসভা নির্বাচনের আবহে মিটিং-মিছিল এখনো সম্পূর্ণরূপে বন্ধ হয়নি এদিকে মাস্ক ছাড়া শহর এবং রাজ্যের একাধিক জায়গায় সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছেন। পরিস্থিতি যে বেশ জটিল তা হাসপাতালে অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু তবুও যেন কারো হুঁশ ফিরেছে না। ইতিমধ্যেই জানা গিয়েছে শহরের অধিকাংশ হাসপাতালে নেই কোভিড বেড! সিএমআরআই থেকে শুরু করে রুবি জেনারেল হাসপাতাল, আমরি থেকে শুরু করে ফর্টিস, কোভিড বেড কোনো হাসপাতালে। অ্যাপোলোতে মাত্র একটি কোভিড বেড খালি রয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই রাজ্য সরকার একাধিক হাসপাতলে কোভিড বেড বাড়ানোর নির্দেশিকা জারি করলেও আপাতত বেডের হাহাকার রয়েছে সর্বত্র। দিনপ্রতি সংক্রমণ রাজ্যে যে পরিমাণে বাড়ছে তাতে অবশ্য ভাবে এটি মারাত্মক চিন্তার বিষয়। এদিকে নবান্ন এও নির্দেশিকা জারি করেছে যে এখন থেকে প্রকাশ্যে বেরোলেই মাস্ট পরা বাধ্যতামূলক। সেই প্রেক্ষিতে পুলিশ ধরপাকড় শুরু করেছে ইতিমধ্যেই। যারা যারা মাস্ক করছেন না তাদের আটক করা হচ্ছে এবং জরিমানা নেওয়া হচ্ছে। সম্প্রতি একাধিক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর ঘোষণা করেছিলেন। মনে করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই সেই ঘোষণা বাস্তব রূপে কার্যকর হবে। তবে এখনো পর্যন্ত শহরের বেসরকারি হাসপাতালগুলোতে চিত্র ধরা পড়ছে তাতে ক্রমশ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়লেও নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে প্রশাসনের কপালে।
এদিকে রাজনৈতিক নেতাদের মধ্যেও একাধিকজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বিগত কয়েকদিনে। এর পাশাপাশি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু হয়েছে করোনায়। আজ প্রয়াত হয়েছেন খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা। ২২ এপ্রিল করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন তিনি এবং পরবর্তী ক্ষেত্রে ভর্তি ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।