শিক্ষাক্ষেত্রে এবার বাংলার দেখানো পথে হাঁটতে চলেছে কেন্দ্র

শিক্ষাক্ষেত্রে এবার বাংলার দেখানো পথে হাঁটতে চলেছে কেন্দ্র

নয়াদিল্লি:  এক সময় বলা হত, বাংলা আজ যা ভাববে আগামীদিন তা ভাববে গোটা দেশ৷ শুধু রাজনৈতিক ভাবদর্শ নয়, অতীতে একাধিক বিষয়ে বাংলার দেখানো পথে হেঁটেছে ভারত৷ এবার শিক্ষা ক্ষেত্রে বাংলার দেখানো পথে হাঁটতে চলেছে কেন্দ্র৷ বাংলার মডেল অনুসরণ করা হচ্ছে৷ 

আরও পড়ুন- BREAKING: জুন মাসে হচ্ছে না মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, জানাল রাজ্য

সোমবার প্রতিটি রাজ্যের শিক্ষা সচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্ক৷ ওই বৈঠকে তিনি বলেন, দেশের প্রতিটি পড়ুয়ার হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিয়ে তাঁদের পড়াশোনায় আরও বেশি করে উৎসাহিত করতে হবে৷ বলে রাখা ভালো, কোভিড পরিস্থিতিতে অনলাইন পড়শোনায় উৎসাহিত করতেই রাজ্যের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সে পথেই হাঁটল কেন্দ্র৷ করোনা পরিস্থিতিতে অনলাইন পড়াশোনায় যাতে কোনও ছেদ না পড়ে, সেই কারণেই অনলাইনের উপর জোড় দেওয়া হয়েছে৷ আর এর জন্য আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার৷ তবে এই টাকার ১০ শতাংশ খরচ হবে পানীয় জল ও স্যানিটাইজেশনে৷ 

আরও পড়ুন- বাংলায় কার্যত লকডাউন, কী ভাবে হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক? জানালেন মুখ্যসচিব

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেন, কোভিড পরিস্থিতির পাশাপাশি জাতীয় শিক্ষানীতি ও অনলাইন শিক্ষা নিয়ে রাজ্যের শিক্ষা সচিবদের সঙ্গে আলোচনা হল৷ শিক্ষাকে কেন্দ্র সব সময়ই অগ্রাধিকার দিয়ে থাকে৷ কেন্দ্রের নির্দেশে রাজ্যগুলিকে কোভিড অ্যাকশন প্ল্যান গ্রহণ করার কথা বলা হয়েছে৷ যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনও ব্যাঘাত না ঘটে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =