কলকাতা: করোনা পরিস্থিতিতে বেসামাল গোটা রাজ্য৷ এই অবস্থায় কী ভাবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা? পরীক্ষা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন পড়ুয়ারা৷ চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরাও৷ এরই মধ্যে আগামীকাল থেকে রাজ্যে কার্যত লকডাউন৷ ৩০ মে পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত পরিবহণ ব্যবস্থা, অফিস কাছারি, দোকানপাট, রেস্তোরাঁ, জিম৷ তবে কি বাতিল হয়ে যাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক?
আরও পড়ুন- রাত ৯টে থেকে ভোর ৫টার মধ্যে অযথা রাস্তায় বেরলেই আটক করবে পুলিশ
এ প্রসঙ্গে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এই ১৫ দিনের মধ্যে কোনও পরীক্ষা আছে বলে আমার জানা নেই৷ আর পরীক্ষাগত যাবতীয় সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হবে কিনা, সে বিষযে পৃথক ভাবেই সিদ্ধান্ত নেবে তাঁরা৷ প্রসঙ্গত, ১ জুন থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল৷ ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা৷ এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, জীবনের থেকে মূল্যবান কিছু নয়। মাধ্যমিক পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাবে। কারণ এই পরিস্থিতিতে পরীক্ষা হওয়া কখনোই সম্ভব নয়।
প্রসঙ্গত, ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে সিবিএসই ও আইসিএসই বোর্ড৷ তবে এখনও পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার ও বোর্ড৷