কলকাতা: করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে কার্যত লকডাউন৷ এই পরিস্থিতিতে জুন মাসে কোনও ভাবেই হবে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ শনিবার নবান্ন থেকে এ কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- বাংলায় কার্যত লকডাউন, কী ভাবে হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক? জানালেন মুখ্যসচিব
তিনি বলেন, জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষার সূচি স্থির করা হয়েছিল৷ জুনের দ্বিতীয়ার্ধে উচ্চ মাধ্যমিক হওয়ার কথা ছিল৷ কিন্তু জুন মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়৷ কিন্তু আগামী ১৫ দিন বেশ কিছু কাজ থেকে আমরা বিরত থাকব৷ পরীক্ষার আয়োজনেও সময় লাগবে৷ ফলে জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না৷ এই বিষয়ে পরে বিজ্ঞপ্তি প্রকাশ করবে শিক্ষা দফতর৷ সংশ্লিষ্ট পর্যদ ও কাউন্সিলের সঙ্গে কথা বলে পরে হাতে সময় রেখেই নির্দিষ্ট সূচি তৈরি করে দেবে৷ পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও আশ্বাস্ত করেন মুখ্য সচিব৷ প্রসঙ্গত, ১ জুন থেকে রাজ্যে মাধ্যমিক ও ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল৷ আপাতত নির্ধারিত দিনে পরীক্ষা হচ্ছে না৷ প্রাথমিক ও উচ্চ শিক্ষা দফতরের সচিব মনীষ জৈন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সংশ্লিষ্ট মহলের আধিকারিকরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান মুখ্য সচিব৷
এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, জীবনের থেকে মূল্যবান কিছু নয়। মাধ্যমিক পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাবে। কারণ এই পরিস্থিতিতে পরীক্ষা হওয়া কখনোই সম্ভব নয়। প্রসঙ্গত, ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে সিবিএসই ও আইসিএসই বোর্ড৷ তবে উচ্চমাধ্যমিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এই দুই দিল্লি বোর্ড৷