দৈনিকে সংক্রমণে সর্বকালীন রেকর্ড, একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজারের বেশি

দৈনিকে সংক্রমণে সর্বকালীন রেকর্ড, একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজারের বেশি

নয়াদিল্লি:  ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা। দ্বিতীয় ঢেউয়ের আঁচ লাগতে চলেছে ভারতের গায়ে৷ দেশে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ১১ হাজার৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন৷ পাশাপাশি বাড়ল একদিনে মৃত্যুর সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের৷ এর আগে একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৬৩০৷  

আরো পড়ুন- ‘যোগ্য হলে টিকা নিন’, কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েই আহ্বান নমোর

এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ২৯ লক্ষ মানুষ৷ ব্রাজিল ও আমেরিকার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারত৷ ভারতে রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে মহারাষ্ট্রে৷ মহারাষ্ট্রের পাশাপাশি পঞ্জাবেও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা৷ জারি করা হয়েছে নাইট কারফিউ৷ এরই মধ্যে গতকাল ডোজ না মেলায় মহারাষ্ট্রে থমকে যায় টিকাকরণ কর্মসূচি৷ সাতারা এবং পানভেল জেলায় বন্ধ রয়েছে টেস্টিং৷ টিকার যোগান না থাকায় পুণেতে ১০০-র উপরে ভ্যাকসিন সেন্টার বন্ধ রয়েছে৷ গতকাল রাতে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সাংসদ সুপ্রিয়া সুলে টুইট করে একথা জানান৷  

আরও পড়ুন- গাড়িতে একা থাকলেও মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ হাইকোর্টের

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এ কথা মানতে নারাজ৷ তিনি বলেন, ‘‘টিকার কোনও ঘাটতি নেই৷ আমি অন রেকর্ড বলতে চাই যে ভ্যাকসিনের যোগানে কোনও খামতি নেই৷ ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও এই কথা বলেছি৷ চাহিদা অনুপাতে রাজ্যগুলিকে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে৷ ক্রমাগত স্টক পূরণ করা হচ্ছে৷’’ এদিকে আজ সকালেই এইমসে গিয়ে করোনার দ্বিতীয় ডোজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেইসঙ্গে যারা টিকা নেওয়ার যোগ্য, তাঁদের অবিলম্বে টিকা নেওয়ার জন্য আহ্বানও জানান তিনি৷ কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করার কথাও উল্লেখ করেন নমো৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *