‘যোগ্য হলে টিকা নিন’, কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েই আহ্বান নমোর

‘যোগ্য হলে টিকা নিন’, কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েই আহ্বান নমোর

কলকাতা: কোভিড ভ্যাকসিনের  দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ গিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তিনি। প্রথম ডোজ নেওয়ার ৩৭ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিলেন নমো৷ 

আরও পড়ুন- গাড়িতে একা থাকলেও মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ হাইকোর্টের

১ মার্চ প্রথম ডোজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ এদিন দ্বিতীয় ডোজ নেওয়ার পর টুইট করে বলেন, ‘‘আজ এইমস থেকে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম৷ ভাইরাসকে পরাস্ত করার যে গুটি কয়েক উপায় আছে, তার মধ্যে অন্যতম হল টিকাকরণ৷ আপনি ভ্যাকসিন নেওয়ার যোগ্য হলে, অবিলম্বে টিকা নিন৷ কো-উইনে নিজের নাম নথিভুক্ত করুন৷’’ সেই সঙ্গে নিজের ভ্যাকসিন নেওয়ার ছবিও টুইট করেছেন নমো৷ প্রসঙ্গত, ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর যৌথ উদ্যোগে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী৷ টিকা নেওয়ার সময় দেখা যায় তাঁর মুখে মাস্ক রয়েছে৷ প্রথম পর্যায়ের ডোজ নেওয়ার সময় মাস্ক না পরায় বেশ সমালোচনার মুখে পরতে হয়েছিল তাঁকে৷   

আরও পড়ুন- খুনের হুমকি দিচ্ছেন শান্তনু! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের মেয়ের

কোভ্যাক্সিনের পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মা জায়েন্ট অ্যাস্ট্রো জেনেকার সঙ্গে যৌথভাবে কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করেছে পুণের সিরাম ইনস্টিটিউশন৷ ১৬ জানুয়ারি থেকে সারা দেশব্যাপী শুরু এই দুই ভ্যাকসিনের টিকাকরণ৷ এদিন ভ্যাকসিন নেওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দু’জন নার্স৷ তাঁদের মধ্যে একজন হলেন পুদুচেরির নার্স পি নিভেদা৷ গতবার তিনিই টিকা দিয়েছিলেন নমোকে৷ তবে এবার টিকা দেন পঞ্জাবের নার্স নিশা শর্মা৷ নিভেদা বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে প্রথম ডোজ দিতে পেরেছিলাম৷ তাঁর সঙ্গে আরও একবার দেখা হওয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত৷’’ অন্যদিকে নিশা বলেন, ‘‘আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দিয়েছি৷ ওঁনার সঙ্গে আমার কথা হয়েছে৷ ওঁনাকে টিকা দেওয়া আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 11 =