‘৫০ গ্রাম গাঁজা লাগবে’ ড্রাগ ডিলারের সঙ্গে শৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

‘৫০ গ্রাম গাঁজা লাগবে’ ড্রাগ ডিলারের সঙ্গে শৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট খুলতে গিয়ে উঠে এসেছে মাদক যোগ৷ চাঞ্চল্যকর মোড় নিয়েছে তাঁর মৃত্যু রহস্য৷ মাদক যোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক৷ এবার ফাঁস হল মাদক কারবারী অনুজ কেশওয়ানির সঙ্গে শৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাট৷ প্রকাশ্যে উঠে এল আরও কিছু চাঞ্চল্যকর তথ্য৷ 

আরও পড়ুন- উর্মিলাকে ‘সফট পর্নস্টার’-এর সঙ্গে তুলনা, নেটদুনিয়ায় তুলোধোনা করা হল কঙ্গনাকে

শৌভিক চক্রবর্তী এবং ড্রাগ ডিলার অনুজ কেশওয়ানির হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে এসেছে জি নিউজের৷ যেখানে মাদক পৌঁছে দেওয়া নিয়ে কথা হয় তাঁদের মধ্যে৷ এমনকী হোয়াটঅ্যাপে মাদকের ছবিও শেয়ার করেন তাঁরা৷ ওই চ্যাটে দেখা গিয়েছে, অনুজ প্রথমে গাঁজার ছবি পাঠান শৌভিককে৷ এর জবাবে শৌভিক বলেন, ঠিক আছে৷ আমাকে এটা পাঠিয়ে দিও৷ তবে কোয়ালিটি যেন ভালো হয়৷ এর আগের বারের প্রোডাক্ট ভালো ছিল না বলেও অভিযোগ করেন তিনি৷ এর পরেই শৌভিক জানতে চান, কখন ৫০ গ্রাম গাঁজা ডেলিভারি দিতে আসবে অনুজ৷ এই চ্যাট প্রকাশ্যে আসতেই ফের শোরগোল শুরু হয়ে যায়৷ 

এর আগে রিয়া চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকেও বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছিল৷ বাজেয়াপ্ত হওয়া ওই ডিভাইস থেকেই প্রকাশ্যে আসতে শুরু করেছিল একাধিক তথ্য। যেখান থেকে জানা য়ায়, ২০১৬-১৭ সাল থেকে মাদকের নেশায় জড়িয়েছিলেন রিয়া৷ বিভিন্ন সময় তিনি বলিউডের একাধিক তারকাদের নিয়ে মাদক পার্টির আয়োজন করতেন বলে জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- দেশে প্রথম বাঙালি শিল্পীর হাতে তৈরি হল সুশান্তের মোমের মূর্তি

ইতিমধ্যে সিবিআই-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) দিল্লি ফিরে গিয়েছেন৷ আগামী সপ্তাহে এইমস-এর ফরেন্সিক টিমের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা৷ এই মামলার তদন্তে সিবিআই-কে মদত করতে একটি মেডিক্যাল টিম গঠন করেছেন এইমস-এর ফরেন্সিক বিভাগের প্রধান ডা.সুধীর গুপ্তা৷ 

এদিকে, রিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এনডিপিএস আদালত৷ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, তদন্ত এখনও প্রাথমিক স্তরেই রয়েছে। এই অবস্থায় অভিযুক্ত জামিন পেলে তিনি প্রমাণ নষ্ট করে দিতে পারেন। সুশান্তের সঙ্গে লিভ ইন রিলেশনে ছিলেন রিয়া৷ অভিযোগ, তিনি এবং তাঁর ভাই শৌভিকই সুশান্তের জন্য মাদক জোগাড় করতেন৷ তবে রিয়ার বিরুদ্ধে রুজু অর্থ তছরুপের মামলায় তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে ইডি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =