দেশে প্রথম বাঙালি শিল্পীর হাতে তৈরি হল সুশান্তের মোমের মূর্তি

কলকাতা: সুশান্ত সিং রাজপুতের আচমকা মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অনুরাগীরা। সিবিআই, ইডি ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো একসঙ্গে মামলার তদন্ত চালাচ্ছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের একজন স্থাপত্যশিল্পী সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি তৈরি করেছেন। মাদাম তুসোর মিউজিয়ামে যেমন মূর্তি থাকে, এটিও অনেকটা সেই রকম। আসানসোলের সুশান্ত রায় একজন প্রবীণ ভাস্কর এটি তৈরি করেছেন। তিনি এর আগে অমিতাভ বচ্চন, জ্যোতি বসু এবং বিরাট কোহলি সহ বিখ্যাত ব্যক্তির মূর্তি তৈরি করেছেন।

 

কলকাতা: সুশান্ত সিং রাজপুতের আচমকা মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অনুরাগীরা। সিবিআই, ইডি ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো একসঙ্গে মামলার তদন্ত চালাচ্ছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের একজন স্থাপত্যশিল্পী সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি তৈরি করেছেন। মাদাম তুসোর মিউজিয়ামে যেমন মূর্তি থাকে, এটিও অনেকটা সেই রকম। আসানসোলের সুশান্ত রায় একজন প্রবীণ ভাস্কর এটি তৈরি করেছেন। তিনি এর আগে অমিতাভ বচ্চন, জ্যোতি বসু এবং বিরাট কোহলি সহ বিখ্যাত ব্যক্তির মূর্তি তৈরি করেছেন।

সুশান্ত রায় সংবাদসংস্থাকে বলেছেন, “আমার সুশান্ত সিং রাজপুতকে বেশ ভাল লাগত। দুর্ভাগ্যবশত তিনি প্রয়াত হলেন। তাঁর স্মরণে আমি এই স্ট্যাচুটি আমার জাদুঘরের জন্য তৈরি করেছি। সুশান্তের পরিবার যদি তাঁর মূর্তির জন্য অনুরোধ করে তবে আমি আর একটি নতুন তৈরি করে দেব।” সুসন্ত রায়ের আসানসুলে একটি সংগ্রহশালা রয়েছে যেখানে উত্তম কুমার, কাজি নজরুল ইসলাম, পেলে, মাদার টেরেসার মতো কিংবদন্তিদের স্ট্যাচু রয়েছে। এই জাদুঘরটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন। এগুলির পাশে দাঁড়িয়ে ছবিও তোলা যায়।

আরও পড়ুন: মাদক মামলায় মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রকুল প্রীত সিং

বৃহস্পতিবার সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি উন্মোচন করা হয় এবং এই অনুষ্ঠানের একটি ভিডিও শিল্পী তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছেন। এটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে এবং লোকেরা জাদুঘরটি পরিদর্শন করতে আসছে। অভিনেতার মোম মূর্তির সঙ্গে তাঁরা ছবি তুলছেন। এই শিল্পী এক দশকেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে চলেছেন। তাঁর মোমের মূর্তিগুলি ভারতের বেশ কয়েকটি শহরে স্থান পেয়েছে। কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত রায় বলেছিলেন, কাজি নজরুল ইসলামের একটি গান- ‘মোমর পুতুল’ তাঁর প্রতিমা তৈরির অনুপ্রেরণা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *