মুম্বই: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক যোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী৷ গতকাল সকালে মুম্বইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ এর পরই বুধবার নতুন করে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী৷ নিজের আবেদনে বিস্ফোরক দাবি করেছেন রিয়া৷ তাঁর অভিযোগ, ‘‘স্বীকারোক্তি দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল তাঁকে৷’’
মঙ্গলবারই রিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত৷ বুধবার ফের বিশেষ আদালতে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (NDPS) আইনে জামিনের আর্জি জানান রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে৷ ওই আবেদনে নিজেকে নির্দোষ বলে দাবি জানিয়েছেন রিয়া৷ তাঁর আবেদনে বলা হয়েছে, ‘‘তিনি কোনও অপরাধ করেননি৷ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে৷’’ আবেদনে আরও বলা হয়েছে, ‘‘রিয়াকে স্বীকারোক্তি দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল৷ তিনি যা যা স্বীকারোক্তি দিয়েছিলেন তা আইনিভাবে প্রত্যাহার করে নিয়েছেন৷’’
আরও পড়ুন- অফিসের পর এবার টার্গেট কঙ্গনার বাড়ি, ভাঙতে চেয়ে আদালতের দ্বারস্থ BMC
রিয়ার আরও অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় সুপ্রিম কোর্টের গাইডলাইন মানেনি নারকোটিক্স কনট্রোল ব্যুরো (এনসিবি)৷ আবেদনে বলা হয়েছে, ‘‘জেরার সময় একজন মহিলা অফিসারও সেখানে উপস্থিত ছিলেন না৷ শিলা বার্সা বনাম মহারাষ্ট্র সরকার মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল মহিলা পুলিশ অফিসার বা কনস্টেবলের উপস্থিতিতেই জিজ্ঞাসাবাদ করতে হবে৷ কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি৷’’
রিয়ার বিরুদ্ধে মাদক আইনের একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে হয়েছে৷ এরমধ্যে রয়েছে এনডিপিএস অ্যাক্টের ৮, ২০, ২২, ২৭এ, ২৮ ও ২৯ নম্বর ধারা। কিন্তু রিয়ার বিরুদ্ধে কেন ২৭এ ধারায় মামলা করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী৷ এই ধারাগুলির মধ্যে সবচেয়ে মারাত্মক হল ২৭ এ৷ এই ধারায় বলা হয়েছে কেউ যদি কোনও মাদক চক্রের সঙ্গে যোগ রাখে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে মাদক ক্রয় করে নিজের জন্য বা অন্য কাউকে নেশার জন্য সরবরাহ করে তাহলে তা গুরুতর অপরাধ বলে গণ্য হবে। এই ব্যক্তিকে সমাজের পক্ষে অতি বিপজ্জনক বলে ধরা হবে৷ কারণ অন্যকে নেশাগ্রস্ত করার করার জন্য তিনি এই ধরনের কাজ করছেন। এর আগে রিয়ার জামিনের আবেদন খারিজ হওয়ার পিছনে এই ২৭ এ ধারাই অন্যতম ভূমিকা পালন করেছে৷
আরও পড়ুন- এক সময় আহার জুটত রুটি-আচার, সেই কঙ্গনা এখন ২টি বাংলোর মালকিন
ইতিমধ্যে জি নিউজ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এনেছে৷ যেখানে দেখা গিয়েছে সুশান্তের মানসিক অবস্থা স্থিতিশীল নয়৷ কিন্তু এর পরেও রিয়া তাঁকে হাসপাতালে নেওয়ার বদলে ভিডিয়ো করছেন৷ প্রশ্ন উঠেছে, তাহলে রিয়া কি সুশান্তের চিকিৎসার বদলে তাঁকে একটু একটু করে বিষ দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলেন? নেশায় ডুবিয়ে রাখছিলেন সুশান্ত সিং রাজপুতকে?