অফিসের পর এবার টার্গেট কঙ্গনার বাড়ি, ভাঙতে চেয়ে আদালতের দ্বারস্থ BMC

মুম্বই: কঙ্গনা রানাউতকে এবার পালটা দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। কঙ্গনা রানাউতের অফিস ভাঙার পর এবার তাঁর বাড়ির নির্মাণকাজও খতিয়ে দেখতে পারে তারা। BMC কঙ্গনার খার এলাকায় নির্মিত ফ্ল্যাটটি ভাঙার অনুমতি চেয়েছে। আসলে, দু'বছর আগে মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন কঙ্গনা রানাউতকে একটি নোটিশ দিয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বাড়িটি ভুল উপায়ে পরিবর্তন করা হয়েছে। এতে বিধি লঙ্ঘন করা হয়েছে।

মুম্বই: কঙ্গনা রানাউতকে এবার পালটা দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। কঙ্গনা রানাউতের অফিস ভাঙার পর এবার তাঁর বাড়ির নির্মাণকাজও খতিয়ে দেখতে পারে তারা। BMC কঙ্গনার খার এলাকায় নির্মিত ফ্ল্যাটটি ভাঙার অনুমতি চেয়েছে। আসলে, দু'বছর আগে মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন কঙ্গনা রানাউতকে একটি নোটিশ দিয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বাড়িটি ভুল উপায়ে পরিবর্তন করা হয়েছে। এতে বিধি লঙ্ঘন করা হয়েছে।

এ সময় কঙ্গনা রানাউত সিটি সিভিল কোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়েছিলেন। এখন BMC মামলাটি খতিয়ে দেখতে চাইছে। BMC বলেছে যে এই স্থগিতাদেশ বাতিল করা উচিত এবং তাদের এটি ভাঙতে অনুমতি দেওয়া উচিত। খার এলাকার কঙ্গনা রানাউতের বাড়ি ডিবি ব্রিজ নামে একটি ভবনে পঞ্চম তলায়। এতে আটটি জায়গায় পরিবর্তন করা হয়েছে। বারান্দা এবং বারান্দায় ভুল নির্মাণের কথা বলা হয়েছে। রান্নাঘরের অঞ্চলে করা পরিবর্তনগুলিও ভুল হিসাবে বর্ণিত হয়েছে। আজ BMC মুম্বইয়ের কঙ্গনা রানাউতের 'মণিকর্ণিকা ফিল্মস' অফিসে এই অবৈধ নির্মাণ বাতিল করে দিয়েছে। পরে বম্বে হাইকোর্ট এটি স্থগিত করে। আগামীকাল হাইকোর্ট এই বিষয়ে আবার শুনানি করবে। কঙ্গনার অফিসে অবৈধ নির্মাণ বন্ধ করতে এত তাড়াহুড়া করার জন্য হাই কোর্ট BMC'র কাছে জবাব চেয়েছে। আগামীকাল BMC'কে এর উত্তর দিতে হবে।

আৎও পড়ুন: বম্বে হাইকোর্টে বড় জয় কঙ্গনার, আদালতের নির্দেশে অফিস ভাঙা থামালো BMC

শিবসেনার বিরুদ্ধে কঙ্গনার মন্তব্যের পরে তাঁর উপর ঝুলছে খাঁড়া। বুধবার সকালে অভিনেত্রীর মুম্বই অফিস ভাঙার কথা ঘোষণা করে বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। জানানো হয় কঙ্গনার অফিসে একাধিক এমন নির্মাণ রয়েছে যা বেআইনি। এরপরই শুরু হয়ে যায় অফিস ভাঙার কাজ। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিএমসির একজন প্রবীণ কর্মকর্তা বলেছিলেন, “আমরা তাঁকে নোটিসের জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছি। কিন্তু তিনি কোনও উত্তর দেননি।” এই কর্মকর্তা বলেন, কঙ্গনা রানাউতের অফিসের অভ্যন্তরে বেশ কয়েকটি অবৈধ ও অননুমোদিত নির্মাণ কাজ রয়েছে এবং সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হবে। BMC-র তরফে জানানো হয়, বেশ কয়েকটি অবৈধ নির্মাণ করেছেন কঙ্গনা। এই ঘোষণার পরই কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু হয়। এরপর এই ঘটনাটা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা। হাইকোর্টের তরফে বৃহস্পতিবার বেলা ৩টে পর্যন্ত কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয় BMCকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =