২ বছরের প্রেমের পরিণতি, বয়ফ্রেন্ডকে বিয়ে করলেন পুনম পাণ্ডে

মুম্বই: বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। গাঁটছড়া বাঁধলেন তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ডের সঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন পুনম। তারপর থেকে পুনমের সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে শুভেচ্ছা বার্তায়।
 

মুম্বই: বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। গাঁটছড়া বাঁধলেন তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ডের সঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন পুনম। তারপর থেকে পুনমের সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে শুভেচ্ছা বার্তায়।

আরও পড়ুন: রিয়ার পাশে বুদ্ধিজীবীরা, অভিনেত্রীর জন্য ন্যায়বিচারের পাশাপাশি মিডিয়ার আচরণ নিয়েও উঠছে প্রশ্ন

View this post on Instagram

Mr & Mrs Bombay

A post shared by Sam Bombay (@sambombay) on Sep 10, 2020 at 7:48am PDT

পুনমের স্বামীর নাম স্যাম বম্বে। সোশ্যাল মিডিয়ার মোট দুটি ছবি পোস্ট করেছেন পুনম। আর দুটি ছবিতেই উপস্থিত রয়েছেন স্যাম। ছবিগুলিতে পুনমকে বধূর সাজে এবং স্যামকে বরের বেশে দেখা গিয়েছে। নীল রংয়ের লেহেঙ্গা এবং গোলাপী চোলিতে এখানে সম্পূর্ণ অন্যরকম লাগছে পুনমকে। ছবিগুলো শেয়ার করে পুনম লিখেছেন 'সাত জন্ম তোমার সঙ্গে থাকতে চাই'। এর পরিপ্রেক্ষিতে স্যাম কমেন্ট করেছেন, 'তাই হবে মিসেস বম্বে'।

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বর বালাই নেই, সংবাদমাধ্যমের উপর ফেটে পড়লেন কৃতি

একটি প্রজেক্টের শুটিংয়ের সময় স্যামের সঙ্গে পুনমের আলাপ। তাঁদের মধ্যে ২ বছর প্রেম চলে। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের প্রেমের গল্প সম্পর্কে কথা বলতে গিয়ে পুনম বলেন, “আমরা আমাদের মধ্যে টান উপেক্ষা করতে পারিনি। এখনও পর্যন্ত সবকিছু রোমান্টিক বলিউডের ছবির মতো হয়ে এসেছে। ওর সম্পর্কে সব কিছু জেনে প্রেমে পড়তে আমার তিন মাস সময় লেগেছিল। অবশ্যই আমার মতে আমার স্বামী পৃথিবীতে সবচেয়ে স্মার্ট। জোকস অ্যাপার্ট, আমদের মধ্যে অনেক দিক দিয়েই মিল রয়েছে। তিনি আমার সেরা বন্ধু এবং আশ্চর্যজনক ব্যাপারটি হ'ল যে আমরা একে অপরের মন পড়তে পারি।”

পুনমের বিয়ের ছবিগুলোতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। অনুরাগীরা তাণকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলায় জমি শক্ত করতে না পারলেও পুনম নিজস্ব ভঙ্গিতে দেশজুড়ে অসংখ্য অনুরাগীর মন জয় করে নিয়েছেন। তাঁর ইনস্টাগ্রাম ফেসবুক এবং টুইটারে ফলোয়ার সংখ্যা প্রচুর। এছাড়া পুনমের নিজস্ব একটি ওয়েবসাইটে রয়েছে। সেখানে তিনি অনুরাগীদের চাহিদা মতো ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর শরীরে হিল্লোল এবং লাস্যময়ী অবতারে মাতোয়ারা প্রায় গোটা পুরুষকূল। কখনও সাহসী পোশাক পরে, কখনও বা পোশাক ছাড়াই ছবি ও ভিডিও পোস্ট করেন পুনম। তবে বিয়ের পর পুনম সেই সমস্ত সাহসী পোশাক পরে ভিডিও শুট করবেন কিনা, তা এখনোও জানা যায়নি। তবে অনুরাগীরা সেদিকেই তাকিয়ে রয়েছেন। তাই অনেকেই পুনমকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের ভগ্নহৃদয়ের কাহিনিও প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *