‘এক নারী হিসাবে ক্ষমা চেয়েছি’, ফের টুইট করে বিতর্ক উস্কালেন পায়েল

‘এক নারী হিসাবে ক্ষমা চেয়েছি’, ফের টুইট করে বিতর্ক উস্কালেন পায়েল

মুম্বই: অনুরাগকাণ্ডে নয়া মোড়৷ রিচা চাড্ডার কাছে ক্ষমা চাওয়ার পর ফের টুইট করে বিতর্ক উস্কে দিলেন পায়েল ঘোষ৷ এদিন টুইট করে তিনি বলেন, ‘একজন নারী ও একজন মানুষ’ হিসাবে তিনি ক্ষমা চেয়েছেন৷ এই ঘটনায় রিচা ট্রোল হওয়ার পরই তাঁর আইনজীবীর কাছে ‘ভিক্ষা’ চেয়েছিলেন রিচার আইনজীবী৷  

আরও পড়ুন- এক পর্দায় রণবীরের প্রাক্তন ও বর্তমান ‘বন্ধু’! ‘বৈজু বাওরা’র প্রধান চরিত্রে দীপিকা-আলিয়া

এদিন পায়েল বেশ কিছু টুইটের স্ক্রিন শটও শেয়ার করেন৷ যেখানে টুইটারে এক ইউজারকে পায়েলের উদ্দেশে বলতে দেখা যায়, ‘‘টাকার জন্যই তিনি অনুরাগ কাশ্যপকে বদনাম করছেন৷ তিনি আপোস করতে প্রস্তুত৷’’ রিচার আইনজীবী সাভিনা বেদী কী ভাবে নেটিজেনদের সমর্থন করছেন তাও তুলে ধরেন তিনি৷ এটা কাশ্যপ গোষ্ঠীর চক্রান্ত বলেও দাবি করেন পায়েল৷   

প্রসঙ্গত, বম্বে হাইকোর্টের নির্দেশে চলতি সপ্তাহের শুরুতেই নিজেদের বিবাদ মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রিচা চাড্ডা এবং পায়েল ঘোষ৷ সেই মতো রিচার কাছে ক্ষমা চেয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ফিরিয়ে করে নেন পায়েল৷ অন্যদিকে, রিচাও পায়েলের বিরুদ্ধে আনা মানহানির মামলা প্রত্যাহার করে নেন৷ বম্বে হাইকোর্টে পায়েলের বিরুদ্ধে ১ কোটি ১০ লক্ষ টাকার মানহানির মামলা করেছিলেন রিচা। সেই সময়ই তাঁর নামে মিথ্যে, ভিত্তিহীন, অশালীন এবং অবমাননার মন্তব্য করার অভিযোগ আনেন অভিনেত্রী৷ এর পর আদালতের নির্দেশে ক্ষমা চেয়ে নেন পায়েল। তবে ভবিষ্যতে রিচা যে তাঁর বিরুদ্ধে মামলা করবেন না, কাগজে কলমে সেই প্রতিশ্রুতিও আদায় করে নেন তিনি৷  

আরও পড়ুন- আর্থিক সাহায্য চাইলেন অসুস্থ ফারাজ, অভিনেতার হাসপাতালের বিল মেটালেন সলমন

বিতর্কের সূত্রপাত হয়েছিল মিটুতে৷ চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন বঙ্গ তনয়া পায়েল ঘোষ৷ তিনি বলেন, কাজের প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন অনুরাগ৷ একইসঙ্গে রিচা চাড্ডার নাম জড়িয়েও আপত্তিকর মন্তব্য করেন৷ তিনি বলেন, রিচা চাড্ডা, হুমা কুরেশির মত নায়িকাদের অনুরাগের সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে৷ এতে তাঁরা বেশ স্বাচ্ছন্দ বোধ করেন৷ এর পরেই পায়েলের উপর চটেন রিচা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *