সঙ্গমের সময় এই কাজটি একেবারেই পছন্দ নয় নিকের, ফাঁস প্রিয়াঙ্কার বেডরুম সিক্রেট

সঙ্গমের সময় এই কাজটি একেবারেই পছন্দ নয় নিকের, ফাঁস প্রিয়াঙ্কার বেডরুম সিক্রেট

মুম্বই:  দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া আর পপ তারকা নিক জোনাসের প্রেম কাহিনীতে সবসময়েই সরগরম পেজ থ্রি৷ বলিউড তো বটেই, হলিউডেও চর্চাতে এই লাভ বার্ডস৷ তাঁদের মধ্যে বয়সের বিস্তর ফাকার থাকলেও, ওসবে কখনই আমল দেয়নি এই তারকা দম্পতি৷ ২০১৮ সালে প্রথমে ক্যাথলিক ও পরে হিন্দু মতে বিয়ে সারেন নিক-প্রিয়াঙ্কা৷ তার পর দেশ ছেড়ে স্বামীর সঙ্গে লস অ্যাঞ্জেলসেই সংসার পাতেন পিগি চপস৷ কিন্তু কেমন তাঁদের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো? জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বেডরুম সিক্রেট ফাঁস করলেন খোদ নিক৷ যা এখন সোশ্যাল মিডিয়ায় হট কেক৷ 

আরও পড়ুন- কালো স্লিভলেসে শরীরি বিভঙ্গ, তুমুল নেচে ঝড় তুললেন সন্দীপ্তা

এর আগে এক সাক্ষাৎকারে স্বামী নিকের বেডরুমের রহস্য ফাঁস করেছিলেন প্রিয়াঙ্কা৷ এবার নিজেই নিজের অপছন্দের কথা জানালেন পপ তারকা৷ নিকের ফটোশ্যুটের ছবি অবশ্য আগেই ফাঁস হয়েছিল৷ ওই ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন দেশি গার্ল৷ সেই ফটোশ্যুটের ফাঁকেই নিজের বেডরুম সিক্রেটও ফাঁস করে দিলেন নিক৷ যে প্রিয়াঙ্কা লাখো পুরুষের ড্রিমগার্ল, সেই প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গমের সময় নাকি নিজের গান শুনতে একেবারেই পছন্দ করেন না তিনি৷ তাহলে প্রিয়াঙ্কার সঙ্গে একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কী ধরনের গান শুনতে ভালোবাসেন তিনি? নিক জানিয়েছেন, এই বিশেষ মুহূর্তে ভালো গান শোনাটা জরুরি৷ তাই নিজের পছন্দের গানের একটা প্লে লিস্ট তৈরি করে রেখেছেন৷ যেখানে তাঁর গাওয়া গানেই ঠাঁই নেই৷ সঙ্গমের সময় নিজের গান শোনা অদ্ভূত বলেই মনে হয় তাঁর৷ 

আরও পড়ুন- করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক হরনাথ চক্রবর্তী

তবে কেউ যদি সঙ্গমের সময় তাঁর গাওয়া গান চালায় তবে তিনি খুশি হবেন বলেও জানিয়েছেন মার্কিন পপ তারকা৷ প্রসঙ্গত, আপাতত কাজের সূত্রে লন্ডন আর জার্মানিতেই থাকছেন প্রিয়াঙ্কা৷ তাই স্ত্রীকে ভীষণই মিস করছেন নিক৷ তাঁর নতুন অ্যালবাম ‘স্পেসম্যান’-এর পরতে পরতেও যে প্রিয়াঙ্কার প্রতি ভালোবাসা, আবেগ লুকিয়ে রয়েছে, সে কথা খোলসা করেছেন তিনি৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 8 =