করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক হরনাথ চক্রবর্তী

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক হরনাথ চক্রবর্তী

 

কলকাতা: করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান পরিচালক হরনাথ চক্রবর্তী। মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে। জানা গিয়েছে, গত দু’দিন ধরে বাড়িতেই ছিলেন বিখ্যাত এই পরিচালক। এদিন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল।

বাংলা চলচ্চিত্র জগতে এক অতি-পরিচিত নাম হরনাথ চক্রবর্তী। ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি রুপোলি পর্দায় একের পর এক হিট ছবি দর্শকদের জন্য উপহার দিয়ে চলেছেন। ১৯৮৯ সালে তাপস পাল, রঞ্জিত মল্লিক, শতাব্দী রায় অভিনীত ‘মঙ্গলদীপ’ ছবি দিয়েই তার পরিচালনা জীবনের শুরু। তার আগে তিনি বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। হরনাথ চক্রবর্তীর পরিচালিত ‘সাথী’ ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়করী ছবি‌। এছাড়াও তিনি ‘অমর‌ প্রেম’, ‘চলো পাল্টাই’, ‘সঙ্গী’-এর মতো ছবি পরিচালনা করেছেন। চুটিয়ে কাজ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক ও জিৎ-এর সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =