Aajbikel

কালো স্লিভলেসে শরীরি বিভঙ্গ, তুমুল নেচে ঝড় তুললেন সন্দীপ্তা

 | 
কালো স্লিভলেসে শরীরি বিভঙ্গ, তুমুল নেচে ঝড় তুললেন সন্দীপ্তা

কলকাতা:  ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে নাতো মন’৷ সত্যিই তো কালো মেঘ দেখে কী আর ঘরে বসে থাকা যায়৷ মনের মধ্যে জমে থাকা সমস্ত ক্লান্তি ভুলে নিজেকে মেলে ধরার এই তো মনোরম সময়৷ আর এই সুন্দর মুহূর্ত উপভোগ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ টলিউডে অতি জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ তাই তো খোলা ছাদে মনের আনন্দে নেচে উঠলেন তিনি৷ 

আরও পড়ুন- করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক হরনাথ চক্রবর্তী


কালো স্লিভলেস ব্লাউজ, কালো শাড়ি আর মেঘলা আকাশ সব মিলিয়ে সন্দীপ্তা চরম লাস্যময়ী৷ তাঁর শরীরি হিল্লোল যেন কামনার উদ্রেক ঘটায়৷ খোলা আকাশের নীচে খোলা তুলে তুমুল নাচলেন অভিনেত্রী৷ সিলেটি গান ‘আইলা রে নোয়া দামান’-এর তালে কোমর দুলিয়ে ভক্তদের মন কাড়লেন তিনি৷ আর পোস্ট হতেই ভাইরাল সেই ভিডিয়ো৷ সন্দীপ্তার কোমরের কার্ভসে শিহরিত নেটিজেনরা৷ তার দিক থেকে চোখ ফেরানোই যেন দায়৷ তাঁর কাজল কালো চোখে হারিয়ে গিয়েছেন ভক্তরা৷ আর অভিনেত্রীর নাচের এক্সপ্রেসন ঘায়েল করেছেন পুরুষ হৃদয়কে৷ 

আরও পড়ুন- মা-দিদিমার মৃত্যুর ধাক্কা সামলে ওঠার আগেই করোনা আক্রান্ত গৌরব-ঋদ্ধিমা


২০০৯ সালে প্রথন টেলি পর্দায় পা রাখেন সন্দীপ্তা৷ দুর্গা ধারাবাহিক দিয়ে শুরু৷ এর পর ‘টাপুর টুপুর’ আর রাহুলের বিপরীতে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে টেলি পাড়ায় রাজ করেন সন্দীপ্তা৷ রাহুলের সঙ্গে তুমুল জনপ্রিয় হয় তাঁর জুটি৷ এর পর ওয়েব সিরিজেও নজর কেড়েছেন তিনি৷ তবে অভিনয়ের পাশাপাশি তাঁর পছন্দ হল নাচ৷ তিনি যে একজন ভালো নৃত্যশিল্পী সে কথা বেশ ভালোই জানেন তাঁর ভক্তরা৷ মঞ্চ তো বটেই বাড়িতে এমনকী বেড়াতে গিয়েও বারবার নেচে উঠেছেন তিনি৷ আর সেই সকল ভিডিয়ো পোস্ট করে মানুষের মনও দিতে নিয়েছেন অভিনেত্রী৷  


 

Around The Web

Trending News

You May like