ফ্রেমে বাঁধানো হাওয়াই চটি, তাঁর অনুপ্রেরণায় ‘শ্রেষ্ঠত্বে’র পুরস্কার অনুরাগ-কুণালের

ফ্রেমে বাঁধানো হাওয়াই চটি, তাঁর অনুপ্রেরণায় ‘শ্রেষ্ঠত্বে’র পুরস্কার অনুরাগ-কুণালের

 

মুম্বই:  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ বৈদ্যুতিন সংবাদমাধ্যমে ক্রমাগত তুলে ধরা হচ্ছে তদন্তের মোড় বদল, ঘটনার হালহকিকত৷ সুশান্তের মৃত্যু নিয়ে তর্ক-বিতর্ক প্রাইম টাইম নিউজ হয়ে উঠেছে৷ এরই মধ্যে পরিচালক অনুরাগ কাশ্যপ এবং কমেডিয়ান কুনাল কামরা পৌঁছলেন অর্ণব গোস্বামীর নিউজ চ্যানেলের অফিসে৷ তাঁর হাতে ‘শ্রেষ্ঠ সাংবাদিক’-এর পুরস্কার তুলে দিতে! দু’জনে সেই ‘পুরস্কার’ হাতে রিপাবলিক ওয়ার্ল্ডের বাইরে ছবিও তোলেন৷ 

আরও পড়ুন- মণিকর্ণিকা প্রোডাকশনের অফিস ভাঙার ঘটনায় সরব কঙ্গনা, পাশে পেলেন সুশান্তের দিদিকে

 

এদিন সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ‘গ্যাংস অব ওয়াশিপুর’-এর পরিচালক৷ যেখানে দেখা গিয়েছে তাঁদের হাতে রয়েছে ফ্রেমে বাঁধানো একটি করে হাওয়াইচটি৷ ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘জীবনের সেরা জন্মদিন.. আমি এবং @কুনা_কামরা গিয়েছিলাম @রিপাবলিকওয়ার্ল্ডে৷ অর্ণবের হাতে ‘প্যারাগন শ্রেষ্ঠ সাংবাদিক পুরস্কার’ তুলে দিতে৷ কিন্তু ওঁরা বলল, অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হবে না৷ মনে করা হচ্ছে, ‘‘তাঁরা যে প্রচার করে রিপাবলিক তা অনুসরণ করে৷’’

 

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক যোগে রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পরই তাঁর সমর্থনে মুখ খোলেন পরিচালক অনুরাগ কাশ্যপ৷ একাধিক টুইটে তদন্তের ফাঁকফোকর দেখিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেন তিনি৷ আর তাতেই বেজায় চটেছেন সুশান্তের অনুরাগীরা৷ এদিন অর্ণব গোস্বামীর নিউজ চ্যানেল অফিসের বাইরে  তাঁর এবং কমেডিয়ান কুনাল কামরার চটি হাতে ছবি পোস্ট করে বিতর্ক আরও উস্কে দিলেন তিনি৷  

 

সম্প্রতি সুশান্তের ম্যানেজারের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছিলেন অনুরাগ৷ যেখানে সুশান্তের ম্যানেজারকে অভিনেতার সঙ্গে অনুরাগকে কাজ করার পরামর্শ দিতে দেখা যায়। তিনি এ-ও বলেন, দর্শক হিসেবে তাঁদের যুগলবন্দি দেখার অপেক্ষায় রয়েছেন তিনি৷ যদিও এর  জবাবে অনুরাগ লিখেছিলেন,“সুশান্ত খুবই জটিল একজন মানুষ। কেরিয়ার শুরুর আগে থেকেই ওঁকে আমি চিনি। ওঁর প্রথম সিনেমা ‘কাই পো চে’-তেও ওঁকে আমি সুযোগ করে দিয়েছিলাম।” 

আরও পড়ুন- মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে 'বলিউড মাফিয়া'দের সঙ্গে তুলনা, কঙ্গনার বিরুদ্ধে দায়ের হল মামলা

 

সেই সঙ্গে অনুরাগ আরও লেখেন, “এই ভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশঠ  জনসমক্ষে তুলে ধরার জন্য আমি দুঃখিত। এতদিন আমি কোনও কথাই বলিনি। তবে এ বার মনে হল বলা প্রয়োজন। ব্যক্তিগত কারণেই আমি সুশান্তের সঙ্গে কাজ করতে চাইনি।” প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ঠিক তিন সপ্তাহ আগে সুশান্তের ম্যানেজারের সঙ্গে এই কথা হয়েছিল অনুরাগের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 15 =