মণিকর্ণিকা প্রোডাকশনের অফিস ভাঙার ঘটনায় সরব কঙ্গনা, পাশে পেলেন সুশান্তের দিদিকে

মুম্বই: শিবসেনার বিরুদ্ধে কঙ্গনার মন্তব্যের পরে তাঁর উপর ঝুলছে খাঁড়া। অভিনেত্রীর মন্তব্যের পরই, বুধবার তাঁর বান্দ্রার মণিকর্ণিকা প্রোডাকশনসের অফিস ভাঙতে শুরু করে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন অভিনেত্রী। এই লড়াইয়ে তিনি পাশে পেলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তিকে।
 

মুম্বই: শিবসেনার বিরুদ্ধে কঙ্গনার মন্তব্যের পরে তাঁর উপর ঝুলছে খাঁড়া। অভিনেত্রীর মন্তব্যের পরই, বুধবার তাঁর বান্দ্রার মণিকর্ণিকা প্রোডাকশনসের অফিস ভাঙতে শুরু করে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন অভিনেত্রী। এই লড়াইয়ে তিনি পাশে পেলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তিকে।

বুধবার নিজের অফিস ভাঙা নিয়ে একাধিক টুইট করেছিলেন কঙ্গনা রানাউত। টুইটারে কঙ্গনা লিখেছিলেন, “মণিকর্ণিকা ফিল্মস তার প্রথম ছবি 'অযোধ্যা'র ঘোষণা করে দিয়েছে। এই অফিস আমার কাছে শুধু কোন বিল্ডিং নয়, রাম মন্দির। আজ সেখানে বাবর এসেছে এবং ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। রাম মন্দির ভাঙা হচ্ছে। কিন্তু বাবর, মনে রেখো। এই মন্দির আবার তৈরি হবে। জয় শ্রীরাম।” এরপর অভিনেত্রী আরও একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে কর্পোরেশন এবং পুলিশের লোকেরা তাঁর অফিস ভাঙচুরের কাজ করছে। ছবির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, “বাবর আর তার সেনা।” এরপর দুটি টুইটে কঙ্গনা মুম্বইয়ে ফের পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। একটিতে তো সরাসরি 'পাকিস্তান' ক্যাপশনে দিয়েছেন অভিনেত্রী। দুটিতেই হ্যাশট্যাগ দিয়েছেন 'deathofdemocracy'- 'গণতন্ত্রের মৃত্যু'। একটি টুইট অভিনেত্রী লিখেছেন, “এই মুম্বাই আমার বাড়ি। আমি জানি মহারাষ্ট্র আমাকে সবকিছু দিয়েছে। কিন্তু আমিও মহারাষ্ট্রকে আমার ভক্তি ও প্রেম দিয়ে এমন একজন মেয়ে উপহার দিয়েছি যে মহারাষ্ট্রের শিবাজী মহারাজের জন্মভূমিতে মেয়েদের সম্মান ও অস্তিত্বের জন্য নিজের রক্ত পর্যন্ত দিতে পারে। জয় মহারাষ্ট্র।”

আরও পড়ুন: ২২ সেপ্টেম্বর পর্যন্ত পিছোল মামলার শুনানি, নিজের ভাঙা অফিস ঘুরে দেখলেন কঙ্গনা

এরপর একটি টুইটে অভিনেত্রী বলেন, “আজ আমার বাড়ি ভাঙা হচ্ছে। কাল আপনারটা হবে। সরকার আসে যায়। কিন্তু হিংসা দমন করার জন্য যদি আওয়াজ এখন না তোলেন, তবে এটাই সাধারণ ব্যাপার হয়ে যাবে। আজ একজন জ্বলছেন। কাল হাজার জনের জওহর হবে। এখনই জেগে উঠুন।” কঙ্গনার এই টুইটেরই জবাব দেন শ্বেতা। লেখেন, “ভগবান! এটা কী ধরনের গুন্ডা রাজ? এই ধরনের অবিচার মেনে নেওয়া যায় না আর উচিতও নয়। এর উত্তর কি মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন? চলুন রাম রাজ্য প্রতিষ্ঠা করি।” এর সঙ্গে তিনি একটি হ্যাশট্যাগ জুড়ে দেন '#WeDemandRamRaj'। 

 

null

বুধবার সকালে অভিনেত্রীর মুম্বই অফিস ভাঙার কথা ঘোষণা করে বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। জানানো হয় কঙ্গনার অফিসে একাধিক এমন নির্মাণ রয়েছে যা বেআইনি। এরপরই শুরু হয়ে যায় অফিস ভাঙার কাজ। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিএমসির একজন প্রবীণ কর্মকর্তা বলেছিলেন, “আমরা তাঁকে নোটিসের জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছি। কিন্তু তিনি কোনও উত্তর দেননি।” এই কর্মকর্তা বলেন, কঙ্গনা রানাউতের অফিসের অভ্যন্তরে বেশ কয়েকটি অবৈধ ও অননুমোদিত নির্মাণ কাজ রয়েছে এবং সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হবে। BMC-র তরফে জানানো হয়, বেশ কয়েকটি অবৈধ নির্মাণ করেছেন কঙ্গনা। এই ঘোষণার পরই কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + eleven =