মুম্বই: কঙ্গনা রানাউতের অফিস অবৈধ নির্মাণ হয়েছিল- এই অভিযোগ তুলে তা ভাঙার কাজ শুরু করে বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। BMC'র এই সিদ্ধান্তের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা রানাউত। হাই কোর্টের তরফে বুধবার জানানো হয়েছিল যে বৃহস্পতিবার বেলা তিনটে পর্যন্ত BMC অফিস ভাঙার কাজ করতে পারবে না। বৃহস্পতিবার মামলার শুনানি হয়। আর তখনই হাই কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কঙ্গনার অফিস ভাঙার কাজ আপাতত বন্ধ রাখতে হবে BMC'কে। কারণ ২২ সেপ্চেম্বর পর্যন্ত মামলার শুনানি স্থগিত করে দেওয়া হয়েছে।
Bombay High Court adjourns actor Kangana Ranaut's office demolition matter till September 22.
Brihanmumbai Municipal Corporation (BMC) filed its reply and Kangana's lawyer has sought time to respond to the affidavit. #Maharashtra
— ANI (@ANI) September 10, 2020
Bombay High Court adjourns actor Kangana Ranaut's office demolition matter till September 22.
Brihanmumbai Municipal Corporation (BMC) filed its reply and Kangana's lawyer has sought time to respond to the affidavit. #Maharashtra
— ANI (@ANI) September 10, 2020
এদিকে বৃহস্পতিবার কঙ্গনা তাঁর মণিকর্ণিকা প্রোডাকশন হাউসের অফিসের সামনে যান। এই অফিসটিই গতকাল BMC ভাঙার তোড়জোড় শুরু করেছিল এবং অনেকটা অংশ ভেঙে দিয়েছে। এদিন গোটা অফিসটি ঘুরে দেখেন কঙ্গনা। যে জায়গাগুলো BMC'র তরফে ভেঙে দেওয়া হয়েছিল সেই জায়গাগুলোও ঘুরে দেখেন তিনি।
Maharashtra: Actor Kangana Ranaut arrives at her office in Mumbai, where demolition work was carried out by BMC, yesterday. pic.twitter.com/cvOMuI8wXa
— ANI (@ANI) September 10, 2020
শিবসেনার বিরুদ্ধে কঙ্গনার মন্তব্যের পরে তাঁর উপর ঝুলছে খাঁড়া। বুধবার সকালে অভিনেত্রীর মুম্বই অফিস ভাঙার কথা ঘোষণা করে বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। জানানো হয় কঙ্গনার অফিসে একাধিক এমন নির্মাণ রয়েছে যা বেআইনি। এরপরই শুরু হয়ে যায় অফিস ভাঙার কাজ। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিএমসির একজন প্রবীণ কর্মকর্তা বলেছিলেন, “আমরা তাঁকে নোটিসের জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছি। কিন্তু তিনি কোনও উত্তর দেননি।” এই কর্মকর্তা বলেন, কঙ্গনা রানাউতের অফিসের অভ্যন্তরে বেশ কয়েকটি অবৈধ ও অননুমোদিত নির্মাণ কাজ রয়েছে এবং সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হবে। BMC-র তরফে জানানো হয়, বেশ কয়েকটি অবৈধ নির্মাণ করেছেন কঙ্গনা। এই ঘোষণার পরই কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু হয়।
আরও পড়ুন: মাদক-কাণ্ডে কত বছর জেল হতে পারে রিয়ার? কোন ধারায় মামলা? পড়ুন বিস্তারিত
এদিকে বুধবার বেলা ২টো ৫৬ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কঙ্গনা রানাউত। বিমানবন্দরে ছিল কঠোর নিরাপত্তা। তার মধ্যে উঠে নিজের মুম্বাইয়ে বাসভবনের দিকে রওনা দেন কঙ্গনা। এ দিন সকালেই তার মণিকর্ণিকা প্রোডাকশনের অফিস ভাঙচুর করার খবর প্রকাশে আসতেই কঙ্গনা জানান যে সত্যিকারের পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিণত হয়েছে মুম্বাই। তিনি মুম্বই আসার আগেই তার অফিস ভাঙ্গা তোড়জোড় শুরু হয়। এরপর এই ঘটনাটা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা।