মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ‘বলিউড মাফিয়া’দের সঙ্গে তুলনা, কঙ্গনার বিরুদ্ধে দায়ের হল মামলা

মুম্বই: ফের আইনি জটে কঙ্গনা। এবার অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে অভিনেত্রী অপমান করেছেন এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। কঙ্গনা সম্প্রতি টুইটার হ্যান্ডেলে বুধবার মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক টুইট করেন। অভিযোগ ওই টুইটে কঙ্গনা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে 'বলিউড মাফিয়া'দের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে

মুম্বই: ফের আইনি জটে কঙ্গনা। এবার অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে অভিনেত্রী অপমান করেছেন এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। কঙ্গনা সম্প্রতি টুইটার হ্যান্ডেলে বুধবার মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক টুইট করেন। অভিযোগ ওই টুইটে কঙ্গনা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে 'বলিউড মাফিয়া'দের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

Today, the Maharashtra Govt illegally broke down #KanganaRanaut’s house while she was on a flight to Mumbai, with only 24 hour notice. Completely illegal considering the Govt has banned demolitions due to Covid till September 30. This is what Fascism looks like.

A post shared by Kangana Ranaut (@kanganaranaut) on Sep 9, 2020 at 3:40am PDT

বুধবার কঙ্গনা একটি টুইটে বলেছিলেন, “উদ্ধব ঠাকরে, আপনারা কী মনে করেন, ফিল্ম মাফিয়াদের সঙ্গে জোট বেঁধে এবং আমার বাড়ি ভেঙে আপনি আমার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন? আপনার অহংকার নষ্ট হয়ে যাবে। ঠিক যেমন আমার ঘরটি আজ ভেঙে গিয়েছে। এটি জীবনের বৃত্ত। ভুলবেন না। এটি চিরদিন একই থাকে না।” কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ যে বুধবার সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার এই ভিডিও প্রকাশের পরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। কঙ্গনার বিরুদ্ধে এই বিষয়ে ভিখরোলি আদালতে একটি মানহানির মামলাও দায়ের করা হতে পারে বলে খবর। আইনজীবী নিতিন মাণে অভিযোগটি দায়ের করেন।

এর আগে এই অভিনেতা অভিযোগ করেছিলেন যে শিবসেনার সঙ্গে তাঁর লড়াইয়ের কারণে তাঁকে টার্গেট করা হচ্ছে। এদিকে, বম্বে হাই কোর্ট BMC'কে কঙ্গনা রানাউতের কার্যালয়ে ধ্বংস বন্ধ করতে বলে। বৃহস্পতিবার হাই কোর্টে সেই মামলার শুনানি ছিল। মামলাটি ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছে আদালত। বুধবার তাঁর অফিস ভাঙা নিয়ে টুইটারে আক্রমণ করার পর বৃহস্পতিবার ফের শিবসেনার দিকে আক্রমণের তির ছুঁড়ে দেন কঙ্গনা। শিবসেনার বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি। এদিন শিবসেনাকে সোনিয়া সেনা বলে বলে কটাক্ষ করলেন অভিনেত্রী। এ নিয়ে একটি টুইট করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, “যে বিচারধারা নিয়ে বালসাহেব ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন, সত্তার জন্য ওই বিচারধারাকে বিক্রি করে শিবসেনা সোনিয়া সেনা তৈরি হয়েছে। যে গুন্ডারা আমার পিছনে আমার বাড়ি ভেঙেছে, তাদের সিভিক বলবেন না। সংবিধানের এত বড় অপমান করবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =