বিচ্ছেদের পরেও কিরণকে নিয়ে নাচ! তবে কি ভুলতে পারছেন না? চরম ট্রোলড অভিনেতা

বিচ্ছেদের পরেও কিরণকে নিয়ে নাচ! তবে কি ভুলতে পারছেন না? চরম ট্রোলড অভিনেতা

মুম্বই: দিন কয়েক আগেই দ্বিতীয়বার বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন বলিউডের পারফেকসনিস্ট আমির খান৷ সঙ্গে এটাও বলেছিলেন, স্বামী-স্ত্রী হিসাবে না এবার থেকে তাঁরা থাকবেন পরিবার হিসাবে৷ একই ভাবে চলবে তাঁদের কাজ৷ এর ঠিক এক সপ্তাহের মধ্যে হাসিমুখে এক ফ্রেমে ধরা পড়লেন আমির-কিরণ৷ লাদাখে ‘লাল সিং চাড্ডা’ ছবির শেষ পর্বের শ্যুটে দিয়ে এক সঙ্গে ফ্রেম বন্দি হলেন তাঁরা৷ তবে এই ছবি পোস্ট হতেই উঠল সমালোনার ঝড়৷ ট্রোলড হলেন অভিনেতা৷ 

আরও পড়ুন- ভক্তদের সুখবর দিয়ে মা হচ্ছেন কৃতি শ্যানন!

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ওই ছবিটিতে স্থানীয় মানুষের পোশাকে দেখা গিয়েছে আমির ও কিরণকে৷ স্থানীয়দের সঙ্গেই গানের তালে কোমর দোলালেন তাঁরা৷ যা দেখে হতবাক নেটিজেনরা৷ বিচ্ছেদের পরেও কী ভাবে কিরণের সঙ্গে নাচ করছেন আমির? এ আবার কেমন বিচ্ছেদ? প্রশ্ন উঠেছে নেটপাড়ায়৷ তবে সে সবে পাত্তা দিতে নারাজ তাঁরা৷ বরং নিজেদের মতো চুটিয়ে মজা করলেন৷ এই ভিডিয়োটিতে আমিরকে দেখা গিয়েছে বেগুনি রং-এর টুপিতে৷ গায়ে লাল রংয়ের জোব্বা৷ আর কিরণের মাথায় কালো টুপি গায়ে বেগুনি জোব্বা৷ 

আরও পড়ুন-গৌরবের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ছবি দিতেই কটাক্ষ, স্ট্রেচমার্কস নিয়ে প্রশ্নের কড়া জবাব দেবলীনার

গত ৩ জুলাই আনুষ্ঠানিক ভাবে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন আমির-কিরণ৷ যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘এই ১৫ টা বছর আমরা দু’জনে অনেক মধুর মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। দু’জনের প্রতি ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং ভালবাসা জন্ম নিয়েছিল। তবে এখন থেকে আমরা নিজেদের জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়। বরং অভিভাবক হিসেবে, একটা পরিবার হিসেবে।’  এর পরেও এক সঙ্গেই সময় কাটাচ্ছেন তাঁরা৷ তবে কি কিরণকে ভুলতে পারছেন না আমির? কটাক্ষ নেটিজেনদের৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =