গৌরবের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ছবি দিতেই কটাক্ষ, স্ট্রেচমার্কস নিয়ে প্রশ্নের কড়া জবাব দেবলীনার

গৌরবের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ছবি দিতেই কটাক্ষ, স্ট্রেচমার্কস নিয়ে প্রশ্নের কড়া জবাব দেবলীনার

কলকাতা:  কিছুদিন আগেই বিয়ে হয়েছে তাঁদের৷ এখনও গায়ে জড়ানো নতুনের গন্ধ৷ এরই মাঝে নিজেদের অন্তরঙ্গ ছবি পোস্ট করে বিতর্কে দেবলীনা কুমার৷ স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে পিঠ খোলা ছবিতে সমালোচনার ঝড়৷ 

আরও পড়ুন- অবশেষে ‘সম্মতি’, বলিউডে তৈরি হচ্ছে মহারাজের বায়োপিক, নাম ভূমিকায় কোন অভিনেতা?

শুধু ছবিই পোস্ট করেননি দেবলীনা, সঙ্গে লিখেছেন ‘ইন্টিমেট’৷ অর্থাৎ ঘনিষ্ঠ৷ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘হাজব্যান্ডঅ্যান্ডওয়াইফ’৷ ওই ছবিতে দেখা গিয়েছে দেবলীনার পিঠ সম্পূর্ণ উন্মুক্ত৷ গৌরবের গায়ে সাদা-কালো প্রিন্টেড শার্ট৷ আর এই ছবি পোস্ট হতেই ধেয়ে এল কটূ মন্তব্যের ঝড়৷ তার উপর ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে দেবলীনার হাতের স্ট্রেচমার্ক৷ যা নিয়েই শুরু হয়েছে জোড় চর্চা ৷ 

বডি শেমিং নিয়ে তারকাদের কটাক্ষ করা যেন ট্রেন্ডিং হয়ে গিয়েছে৷ দেবলীনা নিজের ছিপছিপে শরীর, ফ্ল্যাট অ্যাবসের জন্য পরিচিত হলেও তাঁর গায়ের স্ট্রেচমার্ক নানা প্রশ্ন তুলেছে৷ প্রসঙ্গত, দেবলীনার পেটেও স্ট্রেচমার্ক রয়েছে৷ তবে সে সবে পরোয়া নেই তাঁরা৷ কখনও শরীর চর্চা তো কখনও নাচ, নিজেকে নিয়ে সব সময়েই ব্যস্ত থাকেন গৌরব-জায়া৷ স্ট্রেচ মার্কসকেই করে তুলেছেন স্টাইল স্টেটমেন্ট৷

 

তবে আপাতত চর্চায় তাঁর ইনস্টা প্রোফাইলে দেওয়া দাম্পত্যের ছবি৷  যা নিয়ে এত হইচই৷ তাঁর অনুরাগীদের অবশ্য পাল্টা প্রশ্ন সমস্যাটা কোথায়? তাঁর খোলা পিঠ নিয়ে? নাকি পিঠের দাগ নিয়ে? নাকি ইন্টিমেট শব্দটিকে নিয়ে? কারণ ছবিতে ঘনিষ্ঠতা প্রকাশ না পেলেও, তাঁর ক্যাপশন অন্য মাত্রা যোগ করেছে৷ এক মহিলা তো আবার কমেন্টে লিখেছেন, ‘‘সব স্বামী-স্ত্রীর মধ্যেই ইন্টিমেসি হয়৷ কিন্তু তা বলে ছবি পোস্ট করার কী খুব দরকার ছিল?’’

দেবলীনাও অবশ্য থেমে থাকার পাত্রী নন৷ তিনি সপাটে লেখেন, ‘‘মানেটা কী? এই ছবিটা দেখে ঠিক কী মনে হচ্ছে?’’ তার জবাব অবশ্য দেননি ওই মহিলা৷ আসল ব্যাপারটা হল অভিনেত্রীর খোলা পিঠ তো বটেই তাতে থাকা স্ট্রেচ মার্কস নিয়েও ব্যস্ত হয়ে উঠেছেন নেটিজেনরা৷ এর জবাব অবশ্য দিয়েছেন দেবলীনার এক অনুরাগী৷ তিনি লিখেছেন, ‘‘স্ট্রেচ মার্কসের সঙ্গে সব সময় সন্তান জন্ম দেওয়ার সম্পর্ক থাকে না৷ চামড়ার স্ফীতি ও সঙ্কোচনের সম্পর্ক রয়েছে৷’’  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =