ভক্তদের সুখবর দিয়ে মা হচ্ছেন কৃতি শ্যানন!

ভক্তদের সুখবর দিয়ে মা হচ্ছেন কৃতি শ্যানন!

মুম্বই: মা হচ্ছেন অভিনেত্রী কৃতি শ্যানন! সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে এই খবর ঘুরছে৷ নেট দুনিয়ায় প্রকাশিত হয়েছে তাঁর বেবি বাম্পের ছবি। লক্ষণ উতেকরের পরিচালনায় ‘মিমি’ ছবির বহু প্রতিক্ষিত ট্রেলার প্রকাশ্যে এল৷ সেই ট্রেলরেই দেখা যাচ্ছে সন্তানসম্ভবা কৃতি শ্যানন৷ ট্রেলারের পরতে পরতে উত্তেজনা, মজা। দর্শকদের নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠি।

ছবির প্রেক্ষাপট হল, তাঁর সম্মতিতেই বিয়ের আগেই মা হতে চলেছেন কৃতি৷ এক বিদেশি কাপলের সন্তানের প্রয়োজন৷ তাঁরা কৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং কুড়ি লক্ষ টাকার পরিবর্তে সারোগেসির মাধ্যমে কৃতির থেকে নিজেদের সন্তান চান ওই কাপল। বহু ডিলেমার পর শেষ পর্যন্ত রাজি হন কৃতি। যদিও তাঁর মনে প্রচুর প্রশ্নও উঁকিঝুঁকি মারে৷ তাঁর শারীরিক গঠন নষ্ট হওয়া, বাড়ির লোকজনকে কী বলবেন, তবে সেসবের পরও অবশেষে তিনি এই পদ্ধতির মধ্যে দিয়ে যান। মা হওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলেন।

বেবি বাম্প দেখা যায় তাঁর। হঠাৎই আর সন্তান চাই না বলে বেঁকে বসেন এই দম্পতি। কৃতির কাছে মা হওয়ার প্রস্তাব নিয়ে আসা পঙ্কজ ত্রিপাঠি কৃতিকে সন্তান নষ্ট করার কথা বলেন। কৃতি মহা ফাঁপরে পড়েন। এরপরই বাড়ির সদস্যরাও জেনে যান তাঁদের মেয়ে সারোগেট মাদার হচ্ছেন৷ সব প্রতিকূলতা কাটিয়ে অবশেষে ফুটফুটে এক সন্তানের জন্ম দেন কৃতি। ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে, তাতে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গেই বিয়ে হবে তাঁর। টানটান ট্রেলার দেখে মনে হচ্ছে, ছবিটা দেখতে এক মুহূর্তও বোর হবেন না সিনেমাপ্রেমীরা। ৩০ জুলাই নেটফ্লিক্সে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ছবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eight =