কলকাতা: করোনা পরিস্থিতিতে গত মার্চ মাসে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ৷ তার পর থেকে অনলাইনেই চলছে পঠন পাঠন৷ দীর্ঘ ১০ মাস পর গতকাল থেকে স্কুল খুলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যে৷ তবে দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় সিলেবাসে বেশ কিছুটা কাটছাঁট করা হয়েছে৷ উচ্চমাধ্যমিকের সিলেবাস ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে৷ ফলে এবার পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে৷ সেই উদ্বেগ লাঘব করেই বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের ধরন কেমন হবে তা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বিষয়ে প্রথম দফার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷
আরও পড়ুন- এবার বিজ্ঞানের ছাত্রীরাও পাবেন বৃত্তি! নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুক্রবার বাংলা, সংস্কৃত, উর্দু, কৃষিবিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, স্ট্যাটিসটিক্স, ফিলোজফি, অ্যাকাউন্টস সহ মোট ১৯টি বিষয়ের প্রশ্নপত্রের নমুনা প্রকাশ করা হয়েছে৷ সেই সঙ্গে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যেও মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে৷ রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থনীতি -সহ ১৯টি বিষয়ের প্রশ্নপত্র প্রকাশ করেছে সংসদ৷ তবে এই ধাঁচের প্রশ্নপত্র কেবলমাত্র যে এই বারের জন্যই, সে কথাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷ এই বছর যাঁরা একাদশ শ্রেণি থেকে দ্বাদশে উঠবে এবং যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হবে, তাদের জন্যই এই বিশেষ ধাঁচের প্রশ্ন থাকছে৷
আরও পড়ুন- ফেব্রুয়ারিতেও ছিল ৩০ দিন! জানেন কি সেই চমকপ্রদ ইতিহাস?
সেই সঙ্গে সংসদের তরফে জানানো হয়েছে, একাদশ শ্রেণির হিন্দি এ, হিন্দি বি, আরবিক, ইংরেজি, অল্টারনেটিভ ইংরেজি, জার্নালিজম অ্যান্ড মাসকমিউনিকেশন এবং পদার্থবিদ্যা বা ফিজিক্সের প্রশ্নপত্রের ধরণে কোনও পরিবর্তন আনা হবে না৷ চলতি বছর আগামী ১৫ জুন থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ চলবে ২ জুন পর্যন্ত৷ গত বছর করোনা পরিস্থিতির জেরে সবকটি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷