এবার বিজ্ঞানের ছাত্রীরাও পাবেন বৃত্তি! নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার বিজ্ঞানের ছাত্রীরাও পাবেন বৃত্তি! নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

cefd24d7ec8b9723222f70d8e6d2baeb

কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের নানা প্রান্তে ঘুরে ঘুরে জোরকদমে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপি সহ অন্যান্য বিরোধীদের উদ্দেশ্যে একের পর এক আক্রমণের পাশাপাশি পেশ করছেন সরকারি প্রকল্পগুলির সাফল্যের খতিয়ানও। আসছে প্রতিশ্রুতির বন্যা। এহেন প্রাক-নির্বাচনী আবহে রাজ্যের পড়ুয়াদের জন্য ফের এক নতুন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সরকারের তরফ থেকে দেওয়া হয় ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’। মেয়েদের বিজ্ঞান বিভাগে আরো উৎসাহিত করা এবং তাঁদের প্রতিভাকে সম্মানিত করার উদ্দেশ্যেই এই বৃত্তি দেওয়া হয়ে থাকে। তবে এবার থেকে আর শুধু কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই নন, রাজ্য সরকারি এই বৃত্তি এবার পেতে চলেছেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাও। আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবস উপলক্ষ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লিঙ্গ নির্বিশেষে সমস্ত বিজ্ঞানী এবং বিজ্ঞানের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে আন্তর্জাতিক দিবসের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বাংলা গোটা বিশ্বকে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে কিছু চিরস্মরণীয় নাম উপহার দিয়েছে। এ রাজ্যের ডিগ্রি কোর্সের অন্তর্ভুক্ত মেয়েদের উৎসাহিত করার জন্য আমরা ২০১৭ সালে বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি চালু করেছি।” এই বৃত্তির আওতায় বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রীরা সরকারের তরফ থেকে ৫ বছরের জন্য মাসিক ২০০০ টাকা হিসেবে পেয়ে থাকেন বলেও জানিয়েছেন তিনি।

এরপরেই বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তির পরিসর বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী। “আমরা এই প্রকল্প একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্যেও চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছি”, বলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই কোভিড পরবর্তী সময়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পূর্ববর্তী আবহে এই ঘোষণা নিয়েও এবার শুরু হয়েছে চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *