প্রথম থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর

প্রথম থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর

কলকাতা: ২০২১ সালে সরকারি স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর৷ RTE অ্যাক্ট ২০০৯ অনুসারে কোনও শিশু বা তার অভিভাবক স্ক্রিনিং পদ্ধতির অধীনে থাকবে না৷ ৬ থেকে ১৪ বছরের প্রতিটি শিশু বয়স অনুসারে নিকটবর্তী স্কুলে নির্দিষ্ট ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবে৷ প্রি-প্রাইমারি সহ প্রাথমিক শিক্ষা তাদের বিনামূল্যে দিতে হবে৷ 

আরও পড়ুন- মাধ্যমিকে যেখান থেকে প্রশ্ন আসবে, উচ্চমাধ্যমিক কী কী বাদ? পড়ুন বিস্তারিত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি তফশিলি জাতির (এসসি) পড়ুয়াদের জন্য সংরক্ষিত আসন ফাঁকা থাকে, তাহলে সেই আসনে তফশিলি উপজাতির (এসটি) পড়ুয়াদের নেওয়া যেতে পারে৷ একইভাবে তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ফাঁকা আসনে নেওয়া যেতে পারে তফশিলি জাতির পড়ুয়াদের৷ সংরক্ষিত ওবিসি (এ) এবং ওসিবি (বি) আসন ভর্তি না হলে, সেটিকে অসংরক্ষিত আসন হিসাবে ধরা হবে৷ এই আসনগুলিতে নিয়ম মেনে ভর্তি নেওয়া হবে৷ ফলে প্রথম দফার ভর্তির পর একটি ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে৷ 

আরও পড়ুন- মাধ্যমিকের সিলেবাসেও কাঁটছাট, কোন কোন বিষয় পড়তে হবে জানাল পর্ষদ

প্রি-প্রাইমারিতে ভর্তি হওয়ার জন্য ০১.০১.২০২১-এ শিশুর বয়স অবশ্যই ৫  বছরের বেশি এবং ৬ বছরের কম হতে হবে৷ কোনও শিশু যদি নির্ধারিত বয়সের চেয়ে কম বয়সে কোনও ক্লাসের পড়া শেষ করে, তাহলে তাকে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে৷ কোন ক্লাসে ভর্তির জন্য কত বছর বয়স হতে হবে দেখা নেওয়া যাক-

* প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ৬ বছরের বেশি এবং ৭ বছরের কম বয়স হতে হবে৷ 
* দ্বিতীয় শ্রেণির জন্য ৭ বছর বা তার বেশি এবং ৮ বছরের কম হতে হবে৷ 
* তৃতীয় শ্রেণিতে ভর্তির বয়স ৮ বছর বা তার বেশি এবং ৯ বছরের কম৷ 
* চতুর্থ শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স ৯ বছর বা তার বেশি এবং ১০ বছরের কম হতে হবে৷
* পঞ্চম শ্রেণিতে ভর্তির বয়স ১০ বছর বা তার চেয়ে বেশি এবং ১১ বছরের কম হতে হবে৷ 
*ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছর বা তার বেশি এবং ১২ বছরের কম৷ 
* সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স হতে হবে ১২ বছর বা তার বেশি এবং ১৩ বছরের কম৷ 
* অষ্টম শ্রেণিতে ভর্তির বয়স ১৩ বছর বা তার বেশি এবং ১৪ বছরের কম৷ 

আরও পড়ুন- বাতিল বহু বিষয়, উচ্চমাধ্যমিকে নয়া সিলেবাস প্রকাশ সংসদের

বিশেষ বিশেষ ক্ষেত্রে বয়সে বড় শিশুদেরও ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে৷ এই বয়সের কোনও বাচ্চা যাতে স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয়, তার দেখার দায়িত্ব ডিসট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল (পিই)/ ডিসট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল (এসই)-র৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *