মাধ্যমিকের সিলেবাসেও কাঁটছাট, কোন কোন বিষয় পড়তে হবে জানাল পর্ষদ

মাধ্যমিকের সিলেবাসেও কাঁটছাট, কোন কোন বিষয় পড়তে হবে জানাল পর্ষদ

কলকাতা:  করোনা পরিস্থতিতে বন্ধ স্কুল৷ পড়াশোনা চলছে অনলাইনে৷ ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়াদের৷ যার জেরে ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমানোর কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী৷ এক কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের প্রতিটি বিষয়ে কতটা সিলেবাস কমানো হয়েছে তার বিস্তারিত তালিকা প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ৷ 

আরও পড়ুন- বাতিল বহু বিষয়, উচ্চমাধ্যমিকে নয়া সিলেবাস প্রকাশ সংসদের

বুধবার বিকেলে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও ভারপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ ওই বিজ্ঞপ্তিতে পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ হ্রাস করেছে৷ প্রতিটি বিষয়ে চ্যাপ্টার এবং টপিকের ভিত্তিক নম্বরের বিভাজন খুব শীঘ্রই প্রকাশ করা হবে৷ 

আরও পড়ুন- মাতৃভাষায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ! উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

মাধ্যমিকের সাতটি বিষয়ের মধ্যেকোন কোন চ্যাপ্টার  সিলেবাসে থাকবে সেই তার বিস্তারিত বিবরণ গতকাল সন্ধ্যাতেই প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। দেখা গিয়েছে বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি কাটছাঁট করা হয়েছে৷  ভূগোলের মতো বিষয়ে  ছটি চ্যাপ্টারের মধ্যে মাত্র দুটি অধ্যায় রাখা হয়েছে ২০২১ এর মাধ্যমিক পরীক্ষার জন্য। ফলত এখানে ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি কাটছাঁট করা হয়েছে বলেই মনে করছেন শিকক্ষাবিদরা৷ তবে এর কোনও ব্যাখ্যা মধ্যশিক্ষা পর্ষদের তরফে মেলেনি৷ কিন্তু যে বিষয়গুলি বাদ চলে গেল, সেই চ্যাপ্টারগুলি পড়ুয়ারা কী ভাবে শিখবে, সে সম্পর্কেও কোনও তথ্য দেওয়া হয়নি৷ সিলেবাস জানানো হলেও ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়েও ধোঁয়াশায় রয়েছে পড়ুয়ারা৷ তবে সিলেবাস প্রকাশিত হওয়ার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =