মে মাসে অফলাইনে কোনও পরীক্ষা নয়, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ UGC-র

মে মাসে অফলাইনে কোনও পরীক্ষা নয়, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ UGC-র

নয়াদিল্লি:  কোভিড প্যান্ডেমিকের মধ্যে সশরীরে কোনও পরীক্ষা নয়৷ কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়ে দিল ইউজিসি৷ সেই সঙ্গে অনলাইন পরীক্ষার দায়িত্ব ছড়া হল বিশ্ববিদ্যালয়গুলির হাতে৷ স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা করা হবে অনলাইন পরীক্ষার৷ এই মর্মে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য ও কলেজের অধ্যক্ষদের চিঠি পাঠিয়েছে বিশ্ব বিদ্যাল মঞ্জুরি কমিশন বা ইউজিসি৷ 

আরও পড়ুন- CS June Exams: করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করল ICSI

এই চিঠিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে মে মাসে সশরীরে পরীক্ষা নেওয়া যাবে না৷ অনলাইন পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার আয়োজন করতে হবে৷ অনলাইন পরীক্ষার ক্ষেত্রে যাতে সকল পড়ুয়ার কাছে ইন্টারনেট ব্যবস্থা থাকে, সেটাও দেখতে হবে৷ বিশেষ করে প্রান্তিক অঞ্চলের পড়ুয়াদের ইন্টারনেট সমস্যার কথাও বিবেচনা করতে হবে৷ আপাতত মে মাসের জন্য এই নির্দেশিকা জারি করেছে ইউজিসি৷ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ 

আরও পড়ুন- বেসরসকারি স্কুলগুলিকে ১৫% ফি কমানোর পরামর্শ সুপ্রিম কোর্টের

আমাদের রাজ্যে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়৷ তাই পরীক্ষা হচ্ছে অনলাইনে৷ কিন্তু অন্যান্য বেশ কিছু রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে গিয়েছে৷ সেই নিরিখেই উপাচার্য ও অধ্যক্ষদের উদ্দেশে এই বার্তা ইউজিসি’র৷ আমাদের রাজ্যে মূলত ভোটের আগেই উপাচার্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল৷ উচ্চ শিক্ষা দফতরের তরফের জানানো হয়েছিল সশরীরে নয়, ক্লাস হবে অনলাইনেই৷ এবং পরীক্ষাও অনলাইনেই দিতে হবে। বৃহস্পতিবার ইউজিসি’র পাঠানো চিঠি তাই গুরুত্ব দিতে চাইছে না রাজ্যের উচ্চশিক্ষা দফতর৷ কারণ তাঁরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, করোনা পরিস্থিতিতে কোনও অফলাইন পরীক্ষা হবে না৷  অনলাইন পরীক্ষা হলেও মে মাসে কোনও অফলাইন পরীক্ষা হচ্ছে না৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =