Aajbikel

CS June Exams: করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করল ICSI

 | 
CS June Exams: করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করল ICSI

নয়াদিল্লি: করোনা পরিস্থতিতে পরীক্ষা স্থগিত করল ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়া৷ ২০২১ সালের জুন মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল৷ করোনার বাড়বাড়ন্তে তা পিছিয়ে দেওয়া হল৷ মঙ্গলবার ফাউন্ডেশন প্রোগ্রাম, এক্সিকিউটিভ প্রোগ্রাম এবং প্রফেশনাল প্রোগ্রাম এক্সাম স্থগিত করার কথা ঘোষণা করে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়া৷ 

আরও পড়ুন- বেসরসকারি স্কুলগুলিকে ১৫% ফি কমানোর পরামর্শ সুপ্রিম কোর্টের


আইসিএসআই-এর তিনটি কোর্স যথা ফাউন্ডেশন প্রোগ্রাম, এক্সিকিউটিভ প্রোগ্রাম এবং প্রফেশনাল প্রোগ্রাম এক্সাম শুরু হওয়ার কথা ছিল ১ জুন থেকে৷ চলত ১০ জুন পর্যন্ত৷ পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে৷ এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও নতুন করে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে৷ আইসিএসআই পরীক্ষা শুরুর ৩০ দিন আগে বিজ্ঞপ্তি জারি করা হবে৷


এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার সূচি প্যান্ডেমিক পরিস্থিতির উপর নির্ভর করে জারি করা হবে৷ সরকারি দফতরের  নির্দেশিকা ও গাইডলাইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ সরকারি গাইডলাইন মেনেই ফাউন্ডেশন প্রোগ্রাম, এক্সিকিউটিভ প্রোগ্রাম এবং প্রফেশনাল প্রোগ্রাম পরীক্ষার দিন ধার্য করা হবে৷ সর্বশেষ আপডেট পেতে পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে  icsi.edu.in –এ চোখ রাখার পরামর্শও দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- ফের স্থগিত জয়েন্ট এনট্রান্স মেন-এর পরীক্ষা! বিজ্ঞপ্তি NTA-র!


এর আগে আইসিএসআই-এর তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ৫ জুন নির্ধারিত তারিখেই পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষা পরিচালনার জন্যে প্রতিষ্ঠানের তরফে, শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের প্রতি দায়িত্ব পালন করে প্রয়োজনীয় সকল পদক্ষেপ করা হবে৷ পরে অবশ্য দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত বদল করা হয়৷   
 

Around The Web

Trending News

You May like