ফের স্থগিত জয়েন্ট এনট্রান্স মেন-এর পরীক্ষা! বিজ্ঞপ্তি NTA-র!

ফের স্থগিত জয়েন্ট এনট্রান্স মেন-এর পরীক্ষা! বিজ্ঞপ্তি NTA-র!

 

নয়াদিল্লি: বেলাগাম করোনার কারণে ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছেন জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন (জেইই) মেন এপ্রিল সেসন৷ কবে নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে, সেই অপেক্ষাতেই রয়েছেন পরীক্ষার্থীরা৷ এবার জেইই মেনের মে মাসের পরীক্ষাও স্থগিত রাখার ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ চলতি মাসের ২৪ থেকে ২৭ তারিখের মধ্যে জেইই মেন ২০২১ মে সেসনের পরীক্ষা হওয়া কথা৷ তবে, বাড়তে থাকা করোনার কারণে মে মাসের পরীক্ষা স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ 

গত ১৮ এপ্রিল জেইই পরীক্ষার বিষয়ে শেষ আপডেট প্রকাশ করা হয়েছিল৷ কোভিড পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়৷ কিন্তু সেই সময় মে মাসের পরীক্ষা সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি৷ এবার বর্তমান করোনা পরিস্থিতিতে মে মাসের পরীক্ষাও স্থগিত করা হল৷ পরীক্ষা স্থগিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, তা এখনও জানাতে পারেনি এনটিএ৷ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে এনটিএর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে তথ্য জানিয়ে দেওয়া হবে৷

বিজ্ঞপ্তি

২০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী জেইই মেন পরীক্ষায় বসতে চলেছে৷ এখনও পর্যন্ত ১২ লক্ষ ছাত্রছাত্রী জেইই মেন পরীক্ষায় অংশ নিয়েছে৷ কিন্তু কয়েক লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিতে পারেননি৷ করোনার জেরে জেইই মেন এপ্রিল সেসন সহ পিছিয়ে গিয়েছে ইউজিসি নেট, NEET PG ২০২১, ইউপিএসসি ২০২১, আইএএস স্টার-এর মতো পরীক্ষাগুলি৷ পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এপ্রিল সেসন স্থগিত করার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭, ২৮, ৩০ এপ্রিল। এনটিএ জানিয়েছে, অন্তত ১৫দিন আগে জানানো হবে পরীক্ষার দিন। এবার মে মাসের পরীক্ষাও স্থগিত হয়ে গেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *