কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের বয়স নিয়ে নতুন নিয়ম অনল মধ্যশিক্ষা পর্ষদ৷ এই নিয়মের প্যাঁচে নষ্ট হতে পারে বহু পড়ুয়ার বছর৷ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়মে বলা হয়েছে, ১৩ বছর পূর্ণ না হলে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে না৷ অর্থাৎ ২০০৭ সালের ৩১ অক্টোবরের পর জন্ম হলে, আর ফর্ম পূরণ করা যাবে না৷
আরও পড়ুন- টার্গেট SSC! শিক্ষক হওয়ার লক্ষ্যে বিষয় নির্বাচন করে কলেজে ভর্তি হচ্ছেন পড়ুয়ারা
করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ অনলাইনেই চলছে পঠন পাঠন৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টিভিতে বিশেষ ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে৷ সিবিএসই-এর মতো বোর্ডগুলি সিলেবাস কমানোর কথা ঘোষণা করেছে৷ কিন্তু স্কুল যেতে না পারায় পরীক্ষার প্রস্তুতি নিয়েও পড়ুয়াদের মধ্যে একটি উদ্বেগ কাজ করছে৷ এরই মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়মে চিন্তার ভাঁজ বহু পড়ুয়ার কপালে৷ একইসঙ্গে চিন্তায় পড়েছেন অভিভাবকরাও৷
প্রসঙ্গত, পর্ষদের উল্লিখিত বয়সসীমার মধ্যে পড়ছে না বহু পরীক্ষার্থী৷ এমনও বেশ কিছু পরীক্ষার্থী আছেন যাদের বয়স পূরণ হতে আর কিছু দিন বাকি৷ ওই সময়ের দশ বারো দিন পরেই হয়তো ১৩ বছর বয়স পূর্ণ হবে। কিন্তু নতুন নিয়মে এই দশ-বারো দিন কম থাকার কারণেই তারা আর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে না।
আরও পড়ুন- নদী-জঙ্গলের বিপদ ঠেলে প্রতিদিন ১৬ কিমি হেঁটে স্কুলে পৌঁছন এই শিক্ষিকা
পর্ষদের এই ঘোষণায় ইতিমধ্যেই বছর নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে বহু শিক্ষার্থীদের মধ্যে। তারা পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ করবে তা বুঝে উঠতে পারছে না৷ করোনা পরিস্থিতির মধ্যে এমনিতেই সমস্যায় রয়েছে বোর্ড পরীক্ষার্থীরা৷ এই বছর দ্বাদশের বোর্ডে সব কটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ তার ওপর রয়েছে সিলেবাস শেষ হওয়া, পরীক্ষার দিন এ সব নিয়ে টেনশন৷ এরই মধ্যে রেজিস্ট্রেশ নিয়ে নতুন করে দুশ্চিন্তার মধ্যে পড়ল পড়ুয়া ও অভিভাবকরা৷