করোনা পরিস্থিতিতে স্থগিত হবে JEE মেন মে সেসন? কী ভাবছে NTA?

করোনা পরিস্থিতিতে স্থগিত হবে JEE মেন মে সেসন? কী ভাবছে NTA?

fae3f29bb54a56b1d524699d0bfcdb14

নয়াদিল্লি:  করোনা প্যান্ডেমিকের জেরে ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছেন জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন (জেইই) মেন এপ্রিল সেসন৷ কবে নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে, সেই অপেক্ষাতেই রয়েছেন পরীক্ষার্থীরা৷ এদিকে চলতি মাসের ২৪ থেকে ২৭ তারিখের মধ্যে জেইই মেন ২০২১ মে সেসনের পরীক্ষা হওয়া কথা৷ তবে এখনও পর্যন্ত মে মাসের পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনও ঘোষণা করেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ তবে মে মাসের পরীক্ষাও স্থগিত করা হবে বলেই মনে করা হচ্ছে৷ 

আরও পড়ুন- BREAKING: বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা, উচ্চ মাধ্যমিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গত ১৮ এপ্রিল জেইই পরীক্ষার বিষয়ে শেষ আপডেট প্রকাশ করা হয়েছিল৷ কোভিড পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়৷ কিন্তু সেই সময় মে মাসের পরীক্ষা সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি৷ তবে বর্তমান করোনা পরিস্থিতিতে মে মাসের পরীক্ষাও স্থগিত করা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত৷ ২০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী জেইই মেন পরীক্ষায় বসতে চলেছে৷ এখনও পর্যন্ত ১২ লক্ষ ছাত্রছাত্রী জেইই মেন পরীক্ষায় অংশ নিয়েছে৷ কিন্তু কয়েক লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিতে পারেননি৷ করোনার জেরে জেইই মেন এপ্রিল সেসন সহ পিছিয়ে গিয়েছে ইউজিসি নেট, NEET PG ২০২১, ইউপিএসসি ২০২১, আইএএস স্টার-এর মতো পরীক্ষাগুলি৷ 

এদিকে দেশে ক্রমাগত বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা৷ নিখিল নামে এক জেইই মেন পরীক্ষার্থী লিখেছেন, ‘‘আমি প্রায় নিশ্চিত পরীক্ষা স্থগিত করা হবেই৷ কিন্তু আমি নিশ্চিত ভাবে জানতে চাই৷ আমি এপ্রিল সেসনের জন্য ফর্ম ভরেছিলাম৷ কিন্তু মে সেসনের জন্য ফর্ম ফিলআপ করিনি৷ এই বিষয়ে অফিসিয়ালি নোটিশ পেলে উপকৃত হব৷’’ আবার সরবজিৎ নামে আরও এক ছাত্র লিখেছেন, ‘‘যদি এই পরিস্থিতিতে পরীক্ষা হয়, তাহলে অসুবিধা হলেও আমি পরীক্ষায় বসব৷ আমাদের হাতে আর কোনও বিকল্প আছে কি?’’  

আরও পড়ুন- করোনার রক্তচক্ষু, WBCS-সহ একাধিক পরীক্ষা স্থগিত

পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এপ্রিল সেসন স্থগিত করার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭, ২৮, ৩০ এপ্রিল।এনটিএ জানিয়েছে, অন্তত ১৫দিন আগে জানানো হবে পরীক্ষার দিন। কিন্তু মে মাসের পরীক্ষা নিয়ে ধোঁয়াশায় পরীক্ষার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *