BREAKING: বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা, উচ্চ মাধ্যমিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

BREAKING: বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা, উচ্চ মাধ্যমিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

 

কলকাতা: বেলাগান করোনা পরিস্থিতি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে শপিং মল, রেস্তরাঁ, বার, সিনেমা হল, স্পা সেন্টার, বিউটি পার্লার সহ একাধিক বিনোদন কেন্দ্র৷ নবান্নের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ রাজ্যজুড়ে আংশিক লকডাউন ঘোষণার পর এবার বাতিল একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷

আজ বিজ্ঞপ্তি জারি করে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, করোনার পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বাতিল করা হচ্ছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা৷ একাদশ শ্রেণির পড়ুয়াদের কোনও পরীক্ষা নিয়ে  দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে৷ যাতে কোনও পড়ুয়ার বছর নষ্ট না হয়৷ একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের প্রথম ৩ মাসের মধ্যে একদাশ শ্রেণির সিলেবাস শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷

অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সংসদ৷ জানানো হয়েছে, ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন৷ অন্য পরীক্ষা কেন্দ্রে যেতে হবে না পড়ুয়াদের৷ নিজের স্কুল থেকে দিতে হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা৷ পরীক্ষা সূচিতেও এসেছে পরিবর্তন৷ ১০ থেকে ১টা ১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া কথা আগে জানানো হলেও তা পরিবর্তন করা হয়েছে৷ নতুন সময় সূচিতে জানানো হয়েছে, এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ৩টে ১৫ পর্যন্ত৷

সংসদের বিজ্ঞপ্তি

সংসদের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির উপর নজর রাখছে সংসদ৷ ‘‘প্রয়োজনে এ বিষয়ে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে৷ সকলের সহযোগিতা প্রার্থনা করি৷’’ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন  সংসদ সভাপতি মহুয়া দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 7 =