করোনার রক্তচক্ষু, WBCS-সহ একাধিক পরীক্ষা স্থগিত

করোনার রক্তচক্ষু, WBCS-সহ একাধিক পরীক্ষা স্থগিত

কলকাতা: আগেই স্থগিত বা বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। এবার স্থগিত হয়ে গেল WBCS-সহ একাধিক পরীক্ষা। করোনা ভাইরাস পরিস্থিতির জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। আগামী ৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট সময়ে লিখিত পরীক্ষাগুলির নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। 

আগামী ১৭, ১৮, ১৯ এবং ২১ মে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ২০২০-র লিখিত মেইন পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই দিনক্ষণ বাতিল হয়েছে। অন্যদিকে, আগামী ৩০ মে রাজ্য সিভিল সার্ভিস ২০২১-এর প্রিলিমিনারি পরীক্ষা ছিল। করোনার জন্য সেই পরীক্ষাটিও স্থগিত রাখা হয়েছে। একইভাবে ১৩ জুন রাজ্য অডিট ও অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট ২০২০-র প্রিলিমিনারি পরীক্ষাও আপাতত স্থগিত করা হয়েছে বর্তমান পরিস্থিতির জন্য। এদিকে করোনা পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি-নেট পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড. রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের শীরর স্বাস্থ্যের কথা বিবেচনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ইউজিসি নেট স্থগিত রাখার পরামর্শ দিয়েছি৷ 

দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে সিবিএসই ও আইসিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা৷ স্থগিত রয়েছে দ্বাদশ৷ তবে আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে৷ তাই আপাতত পরীক্ষা বাতিল হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ বরং কোভিড বিধি মেনে নির্ধারিত সময়ে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করল রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ৷ কোভিড পরিস্থিতি বিবেচনা করেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী৷  আগামী পয়লা জুন থেকে শুরু হবে পরীক্ষা৷ ৪ হাজার ২০০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার বন্দোবস্ত করা হবে বলে পর্ষদ সূত্রে খবর৷ ফিজিক্যাল ডিস্ট্যান্স বজায় রেখে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হবে৷ পাশাপাশি সম্পূর্ণ কোভিড বিধি মেনে চলার জন্য একটি সুসংহত গাইডলাইন তৈরির কাজও শুরু করে দিয়েছে পর্যদ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =