উচ্চমাধ্যমিকের পর মাদ্রাসা বোর্ডেও প্রথম মুর্শিদাবাদের ছাত্রী

উচ্চমাধ্যমিকের পর মাদ্রাসা বোর্ডেও প্রথম মুর্শিদাবাদের ছাত্রী

3c845b33a1945c863ea35e2364f1a5d0

বহরমপুর:  এই বছর উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছেন মুর্শিদাবাদের মেয়ে রুমানা সুলতানা৷ তাঁর জয়ে উচ্ছ্বসিত গোটা জেলা৷ রুমানার পর হাই মাদ্রাসাতেও প্রথম মুর্শিদাবাদের ছাত্রী৷ ৭৯৫ নম্বর পেয়ে প্রথম হলেন জঙ্গিপুর মুনিরিয়া গার্লস হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন। 

আরও পড়ুন- একাধিক রাজ্যে খুলছে স্কুল, বাংলা কবে? জানালেন আধিকারিক

ছোট থেকেই মেধাবী সরিফা৷ বরাবরই পরীক্ষায় ভাল ফল করেছেন তিনি৷ বড় হয়ে শিক্ষিকা হতে চান সরিফা৷ আপাতত ইংরেজি নিয়েই উচ্চশিক্ষার ইচ্ছা রয়েছে তাঁর৷ সারিফা বলেন, দিনে ছয় থেকে সাত ঘণ্টা পড়াশোনা করেছি৷ ভালো ফল হবে জানতাম৷ তবে প্রথম হব ভাবতে পারিনি৷ মেয়ের এই সাফল্যে খুশি মা মানোয়ারা বিবি৷ তিনি বলেন, ছোট থেকেই পড়াশোনায় আগ্রহ ছিল সারিফার৷ পড়াশোনা নিয়েই থাকত৷ ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, তাতে আমরা খুবই খুশি৷    

আরও পড়ুন-পরীক্ষা না দিতে পারার আক্ষেপ রয়েই গেল উচ্চমাধ্যমিকে ‘প্রথম’ রুমানার

সারিফার বাবা পেশায় দিনমজুর৷ পেশার খাতিরে থাকেন ভিন রাজ্যে৷ স্বল্প আয়ে সংসার চলে অনটনের মধ্যে দিয়েই৷ কিন্তু এরই মধ্যে দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সারিফা৷ মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবাও৷ বললেন, ও এতটা সাফল্য পাবে ভাবতে পারিনি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *