একাধিক রাজ্যে খুলছে স্কুল, বাংলা কবে? জানালেন আধিকারিক

একাধিক রাজ্যে খুলছে স্কুল, বাংলা কবে? জানালেন আধিকারিক

কলকাতা:  করোনা আবহে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ চলতি বছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ফেব্রুয়ারি মাসে বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অফলাইন ক্লাস শুরু হলেও সংক্রমণ বাড়তেই তা ফের বন্ধ হয়ে যায়৷ তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় অদূর ভবিষ্যতে কোনও পর্যায়েই স্কুল খোলার পরিকল্পনা নেই পশ্চিমবঙ্গ সরকারের৷ অথচ স্কুল খুলতে শুরু করেছে একাধিক রাজ্যে৷ 

আরও পড়ুন- পরীক্ষা না দিতে পারার আক্ষেপ রয়েই গেল উচ্চমাধ্যমিকে ‘প্রথম’ রুমানার

২৬ জুলাই থেকে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে গুজরাতে৷ আগামী মাস থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে হিমাচল প্রদেশে৷ স্কুল খুলছে পড়শি বিহারেও৷ কিন্তু বাংলায় স্কুল খুলবে কবে? সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে৷ স্কুল ক্যাম্পাস খোলার পর উঁচু ক্লাসের পড়ুয়ারা স্কুলে যাওয়ার সুযোগ পেলেও সুযোগ হয়নি কচিকাঁচাদের৷ এবারও স্কুল খুললে উঁচু ক্লাসের পড়ুয়াদেরই প্রথমে স্কুলে আসার ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারের উপর মহল৷ আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ জানিয়েছেন, প্রাইমারি স্কুল খুললে কোনও সমস্যা নেই৷ কারণ বড়দের তুলনায় অনেক বেশি ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে পারবে শিশুরা৷ তবে স্কুল খোলার আগে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কর্মীদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক৷ 
 

আরও পড়ুন- HS Result: প্রথম দশে ৮৬ জন, পাশের হার ৯৭.৬৯%

কিন্তু ওই আধিকারিকের কথায়, আইসিএমআর প্রধান স্কুল খোলার সুপারিশ করলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এখনই প্রাইমারি, সেকেন্ডারি ও হাইয়ার সেকেন্ডারি স্কুল খোলা নিয়ে তাড়াহুড়ো করতে চায় না শিক্ষা দফতর৷ কারণ দু’মাস আগে করোনা ভাইরাস যে তাণ্ডব করেছে তৃতীয় ঢেউ তার চেয়েও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সর্বোপরী এই ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =