উৎসবের কেনাকাটিতে ৩০ হাজার টাকার কর ছাড় দেবে কেন্দ্র

উৎসবের কেনাকাটিতে ৩০ হাজার টাকার কর ছাড় দেবে কেন্দ্র

imagesmissing

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার৷ এবার বাজারে চাহিদা বাড়াতে লিভ ট্রাভেল কনসেসন ক্যাশ (এলটিসি) ভাউচার এবং স্পেশাল ফেস্টিভাল অ্যাডভান্স স্কিম শুরু করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এর ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ভাউচারের মাধ্যমে তাঁদের এলটিসি এনক্যাশ করতে পারবেন। সরকারি কর্মীদের জন্য এটি একটি বড় উপহার৷ কারণ কোথাও ভ্রমণ না করলে তাঁরা এলটিসি দাবি করতে পারতেন না৷ অন্যদিকে বেসরকারি সেক্টরগুলিতে লিভ ট্রাভেল অ্যালাউন্স (এসটিএ)-এ দিতে হচ্ছে শুক্ল৷ এখন ওয়ার্ক ফ্রম হোম করার জন্য ট্রাভেল অ্যালাউন্স বা হাউস রেন্ট প্রয়োজন হচ্ছে না। বাঁচছে এই টাকা। এগুলো কিন্তু করছাড়ের আওতায় ছিল। যা ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে করদানের আওতায় চলে এসেছে। এছাড়াও বহু কোম্পানি কর্মীদের লিভ ট্রাভেল অ্যালাউন্স বা এলটিএ দেয়, যা এখন প্রয়োজন হচ্ছে না খরচ করার। 

আরও পড়ুন- আচমকা বন্ধ SBI-র অনলাইন পরিষেবা! ভোগান্তি গ্রাহকদের, প্রভাব এটিএমে?

এলটিএ-র উপর কর বাঁচাবেন কী ভাবে? ধরা যাক আপনার এলটিএ যদি ১ লক্ষ টাকার হয়, তাহলে চলতি অর্থবর্ষে আপনাকে হয় ঘুরতে যাওয়ার প্রমাণ হিসাবে টিকিট জমা দিতে হবে, নয়তো এর উপরে ৩০ হাজার টাকা কর গুণতে হবে৷ কিন্তু সরকার আপনাকে এই কর এড়ানোর একটা সুযোগ দিচ্ছে৷ ঘুরতে না গিয়েও হতে পারে আপনার কর মকুব৷ এর জন্য গাড়ি, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, স্মার্টফোন বা এগুলি মিলিতভাবে ৩ লক্ষ টাকার উপর কেনাকাটা করতে হবে৷ যে দ্রব্যগুলির উপর ন্যূনতম ১২ শতাংশ জিএসটি দিতে হয়৷ এর ফলে আপনার ৩০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় হতে পারে৷ 

আরও পড়ুন- রাজ্যগুলিকে বিনা সুদে ৫০ বছরের ঋণ উপহার  সীতারমণের

পিডব্লিউসি’র সিনিয়র ট্যাক্স পার্টনার রাহুল গর্গ বলেন, ‘‘বেসকারি সংস্থায় এলটিসি সাধারণত হয় এক মাসের বেসিক বেতন৷ এর উপর কর বাঁচাতে হলে কমপক্ষে ১২ শতাংশ বা তার বেশি জিএসটি যুক্ত দ্রব্য কিনতে হবে৷  যাঁরা ইতিমধ্যে অতিরিক্ত অর্থ পেয়েছেন এবং তাঁদের কাছে এই জাতীয় পণ্য কেনার প্রয়োজনীয়তা রয়েছে তারা এগুলিতে শুল্ক সাশ্রয় করবেন এবং তাদের কেনার সিদ্ধান্ত স্থগিত করার প্রয়োজন পড়বে না। তবে যাঁদের চাকরি বা বেতন বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাদের কেনার জন্য উৎসাহিত করা কঠিন৷ ’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *