রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, একই থাকল রিভার্স রেপোও

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, একই থাকল রিভার্স রেপোও

3 stocks recomended

 

নয়াদিল্লি:  রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস  মানিটারি পলিসি কমিটি (এমপিসি)-র এই সিদ্ধান্তের কথা জানান। কমিটির সিদ্ধান্ত অনুসারে ৪ শতাংশই থাকছে রেপো রেট৷ রিভার্স   রেপো রেট থাকছে ৩.৩৫ শতাংশ৷  গত বছর ২২ মে শেষ বার পলিসি রেট কমিয়েছিল আরবিআই৷ 

আরও পড়ুন- দেশ জুড়ে বিপুল পতন সোনা-রুপোর দামে! নেপথ্যে বাজেট?

প্রসঙ্গত বুধবার থেকে শুরু হয়েছিল মানিটারি পলিসি কমিটির বৈঠক৷ ওই বৈঠকেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ বর্তমান অর্থনৈতিক অবস্থা, লিকিউডিটির অবস্থান ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এমপিসি’র বৈঠকে রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট ও সিআরআর-এর মতো প্রধান বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ বুধবার থেকে শুরু হওয়া এই বৈঠকে রেপো রেট ৪ শতাংশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রিভার্স রেটো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে৷ রিভার্স রেটো রেট থাকছে ৩.৩৫ শতাংশ৷ আর্থিক অবস্থানকেও ‘উদার’ রাখা হয়েছে৷ 

এছাড়াও শুক্রবার সকালে আরবিআই গভর্নর পলিসি ঘোষণা করার সময় বলেন, সেনসেক্সে অবিস্মরণীয় উত্থান হয়েছে৷ তা ৫১ হাজার পয়েন্টের উপরে চলে গিয়েছে৷ সকাল ১০টা বেজে ৭ মিনিটে সেনসেক্স ৩৮৭.৫৯ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ গতির সঙ্গে ৫১,০০১.৮৮ পয়েন্টে পৌঁছে যায়৷ তিনি বলেন, এই সময় বৃদ্ধির উপর জোড় দেওয়ার প্রয়োজন রয়েছে৷ 

আরও পড়ুন- পদত্যাগ করছেন আমাজন কর্ণধার জেফ বেজোস! ধনীতম ব্যক্তির সিদ্ধান্তে হতবাক বিশ্ব

এছাড়াও মুদ্রাস্ফীতির হার ছয় শতাংশের পর্যায়ে চলে গিয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন আরবিআই গভর্নর৷ খুচরো বিনিয়োগকারীরা এখন সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ ও ব্যবসায়ের জন্য সরাসরি আইবিআই-এ অ্যাকাউন্ট খুলতে পারবেন বলেও জানিয়েছেন শক্তিকান্ত দাস৷ এছাড়াও তিনি জানিয়েছেন, সিআরআর দুটি পর্যায়ে পুনরুদ্ধার করা হবে৷ প্রথম ভাগে ২৭ মার্চ থেকে ৩.৫ শতাংশের একটি সিআরআর কার্যকর হবে৷ দ্বিতীয় পর্যায়ে ২২ মে থেকে ৪ শতাংশের সিআরআর প্রযোজ্য হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RBI Monetary Policy: অপরিবর্তিত রইল রেপো রেট

RBI Monetary Policy: অপরিবর্তিত রইল রেপো রেট

3 stocks recomended

নয়াদিল্লি: করোনা আবহে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ অক্টোবর পলিসি রিভিউ মিটিংয়ে রেপো রেট অপরিবর্তনীয় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন ছয় সদস্যের মনিটরি পলিসি কমিটি (এমপিসি) রেপো রেট ৪ শতাংশ রাখারই সিদ্ধান্ত নেয়৷ রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ রাখা হয়েছে৷ 

আরও পড়ুন- গ্রাহকদের জন্য সুখবর, হোম ও কার লোনে সুদের উপর ছাড় দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

শুক্রবার আরবিআই গভর্নর জানান, আগে যা রেপো রেট ছিল সেই ৪ শতাংশই রাখা হল৷ যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে স্বল্পমেয়াদী ঋণ দেয় তাকেই রেপো রেট বলে৷ এই রেপো রেট অপরিবর্তিত রাখার পাশাপাশি অপরিবর্তিত থাকছে রিভার্স রেপো রেটও। রিভার্স রেপো রেট হল, যে হারে আরবিআই ঋণ নেয়৷ এটির বর্তমান হার হল ৩.৩৫ শতাংশ। এর আগে অগাস্ট মাসেও রেপো রেট অপরিবর্তনীয় রেখেছিল আরবিআই৷ কোভিড পরিস্থিতিতে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়৷ 

এদিকে, এই প্রথম এমপিসি বৈঠক পিছতে বাধ্য হয় আরবিআই৷ কেন্দ্র বহিরাগত তিন সদস্য নিয়োগ করতে দেরি করায় এমপিসি বৈঠক পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল আরবিআই৷ আগের তিন সদস্যের চার বছরের মেয়াদ অগাস্ট মাসেই শেষ হয়ে গিয়েছে৷ ফলে নতুন করে তিন অর্থনীতিবিদকে নিয়োগ করে কেন্দ্র৷ নতুন তিন সদস্য হলেন অসীমা গোয়েল (ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট রিসার্চ এর অধ্যাপিকা), জয়ন্ত আর বর্মা ( ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আমেদাবাদের ফিনান্স এবং অ্যাকাউন্টিং-এর প্রফেসর) এবং শশাঙ্ক ভিদে ( ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের সিনিয়র উপদেষ্টা)৷ ২০২০ সালে মার্চ এবং মে মাসে হয়েছিল এমপিসি-র বৈঠক৷ ওই দুই বৈঠকেই ১১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল রেপো রেট৷ 

আরও পড়ুন- করোনা চিকিৎসা আয়ুর্বেদ ও যোগা কতটা যুক্তিযুক্ত? কেন্দ্রের কাছে জবাব চাইল IMA

রিজার্ভ ব্যাঙ্ক যখন রেপো রেট হ্রাস করে তখন ব্যাঙ্কগুলি গ্রাহকদের সুবিধা দেবে বলে আশা করা হয়৷ করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা টালমাটাল৷ এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতেই এবার রেপো রেট অপরিবর্তনীয় রাখল আরবিআই৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *