নয়াদিল্লি: রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস মানিটারি পলিসি কমিটি (এমপিসি)-র এই সিদ্ধান্তের কথা জানান। কমিটির সিদ্ধান্ত অনুসারে ৪ শতাংশই থাকছে রেপো রেট৷ রিভার্স রেপো রেট থাকছে ৩.৩৫ শতাংশ৷ গত বছর ২২ মে শেষ বার পলিসি রেট কমিয়েছিল আরবিআই৷
আরও পড়ুন- দেশ জুড়ে বিপুল পতন সোনা-রুপোর দামে! নেপথ্যে বাজেট?
প্রসঙ্গত বুধবার থেকে শুরু হয়েছিল মানিটারি পলিসি কমিটির বৈঠক৷ ওই বৈঠকেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ বর্তমান অর্থনৈতিক অবস্থা, লিকিউডিটির অবস্থান ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এমপিসি’র বৈঠকে রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট ও সিআরআর-এর মতো প্রধান বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ বুধবার থেকে শুরু হওয়া এই বৈঠকে রেপো রেট ৪ শতাংশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রিভার্স রেটো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে৷ রিভার্স রেটো রেট থাকছে ৩.৩৫ শতাংশ৷ আর্থিক অবস্থানকেও ‘উদার’ রাখা হয়েছে৷
এছাড়াও শুক্রবার সকালে আরবিআই গভর্নর পলিসি ঘোষণা করার সময় বলেন, সেনসেক্সে অবিস্মরণীয় উত্থান হয়েছে৷ তা ৫১ হাজার পয়েন্টের উপরে চলে গিয়েছে৷ সকাল ১০টা বেজে ৭ মিনিটে সেনসেক্স ৩৮৭.৫৯ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ গতির সঙ্গে ৫১,০০১.৮৮ পয়েন্টে পৌঁছে যায়৷ তিনি বলেন, এই সময় বৃদ্ধির উপর জোড় দেওয়ার প্রয়োজন রয়েছে৷
আরও পড়ুন- পদত্যাগ করছেন আমাজন কর্ণধার জেফ বেজোস! ধনীতম ব্যক্তির সিদ্ধান্তে হতবাক বিশ্ব
এছাড়াও মুদ্রাস্ফীতির হার ছয় শতাংশের পর্যায়ে চলে গিয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন আরবিআই গভর্নর৷ খুচরো বিনিয়োগকারীরা এখন সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ ও ব্যবসায়ের জন্য সরাসরি আইবিআই-এ অ্যাকাউন্ট খুলতে পারবেন বলেও জানিয়েছেন শক্তিকান্ত দাস৷ এছাড়াও তিনি জানিয়েছেন, সিআরআর দুটি পর্যায়ে পুনরুদ্ধার করা হবে৷ প্রথম ভাগে ২৭ মার্চ থেকে ৩.৫ শতাংশের একটি সিআরআর কার্যকর হবে৷ দ্বিতীয় পর্যায়ে ২২ মে থেকে ৪ শতাংশের সিআরআর প্রযোজ্য হবে৷