গ্রাহকদের জন্য সুখবর, হোম ও কার লোনে সুদের উপর ছাড় দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

গ্রাহকদের জন্য সুখবর, হোম ও কার লোনে সুদের উপর ছাড় দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

3 stocks recomended

নয়াদিল্লি: উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য খুশির খবর৷ গৃহ ও গাড়ি ঋণে গ্রাহকদের বিশেষ অফার দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা৷ মঙ্গলবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বরোদা কার লোন এবং বরোদা হোম লোনে (শুধুমাত্র টেক ওভারের ঘটনায়) বর্তমান সুদের উপরে ০.২৫ শতাংশ ছাড় দেবে ব্যাঙ্ক৷ 

আরও পড়ুন- EMI স্থগিত রাখলে দিতে হবে না অতিরিক্ত সুদ, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ব্যাঙ্ক অফ বরোদার হেড এবং জেনারেল ম্যানেজার (মর্টগেজ এবং অন্যান্য সেকশন) এইচটি সোলাঙ্কি বলেন, ‘এই উৎসবের মরশুমে একইসঙ্গে আমরা আমাদের বর্তমান গ্রাহক এবং নতুন গ্রাহকদের জন্য উপহার নিয়ে এসেছি৷ এই অফার চালাকালীন ব্যাঙ্কের বর্তমান কোনও গ্রাহক কার লোনের সুবিধা নিতে চাইলে, তিনি  সুদের উপরে ছাড় পাবেন। একইভাবে অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনও গ্রাহক তাঁদের বর্তমান হোম লোন ব্যাঙ্ক অফ বরোদায় হস্তান্তর করলে তিনিও অফার পাবেন৷ বর্তমান হারের থেকে কম সুদ দিতে হবে তাঁকে৷ সেই সঙ্গে প্রসেসিং ফি-ও মকুব করে দেওয়া হবে।’’ 

সোলাঙ্কি আরও বলেন, নয়া সুদের হার এবং প্রসেসিং ফি মকুব করার ফলে যে সমস্ত নতুন গ্রাহক তাঁদের বর্তমান গৃহঋণ স্থানান্তরিত করে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে যুক্ত হবেন, তাঁদের জন্য থাকবে অতিরিক্ত ইনসেনটিভ। আর যাঁরা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তাঁরাও আকর্ষণীয় সুদের হারে কার লোন পাবেন। 

আরও পড়ুন- ভোটে না জিতেও এঁরা আজ মুখ্যমন্ত্রী! কীভাবে সম্ভব জানেন?

এদিকে সম্প্রতি গ্রাহকদের স্বস্তি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল,  ২ কোটি টাকা পর্যন্ত ঋণে সুদের উপর সুদ  মকুব করা হবে। করোনা অতিমারীর জেরে ছোট শিল্পোদ্যোগ এবং মধ্যবিত্তদের কথা ভেবেই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে মোরাটোরিয়ামের (ঋণের কিস্তি স্থগিত) আওতায় থাকা ঋণগুলিতে সুদের উপর সুদ ছাড়ের যে প্রস্তাব কেন্দ্র পেশ করেছে, তাতে খুশি নয় সুপ্রিম কোর্ট। সোমবারের এই মামলার শুনানির সময় আদালত জানায়, মার্চ থেকে ছ’মাস স্থগিত থাকা ইএমআই-এর সুদ এবং সুদের উপর সুদ মকুবের আর্জিতে যে মামলা করেছে ঋণগ্রহীতারা, তার প্রেক্ষিতে সরকারের জবাবে প্রয়োজনীয় ব্যাখ্যার অভাব রয়েছে। সব বিরোধের সমাধানও করতে পারেনি তাদের প্রস্তাব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 6 =