এই কার্ডটি আছে? তাহলে মিলবে ২ লক্ষ টাকার বীমা, বড় ঘোষণা SBI এর

এই কার্ডটি আছে? তাহলে মিলবে ২ লক্ষ টাকার বীমা, বড় ঘোষণা SBI এর

3 stocks recomended

নয়াদিল্লি:  জন ধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড়সড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ আপনার যদি জন ধন অ্যাকাউন্ট থেকে থাকে বা জন ধন অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনি ‘এসবিআই রুপে জন ধন কার্ড’ (SBI RuPay Jan Dhan Card)-এর জন্য আবেদন করতে পারেন৷ এর জন্য আপনি পাবেন ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স বা দুর্ঘটনা বীমা৷ 

আরও পড়ুন-  রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, একই থাকল রিভার্স রেপোও

এসবিআই-এর তরফে টুইট করে বলা হয়েছে, ‘‘সাফল্যের পথে হাঁটার সময় এসে গিয়েছে৷ আজই SBI RuPay Jan Dhan Card-এর জন্য আবেদন করুন৷’’ তিন মাসের মধ্যে একবার জন ধন রুপে কার্ড সোয়াইপ করলেই ইউজাররা দুর্ঘটনা বীমার কভারেজ পতে পারেন৷ প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রকল্পে যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের রুপে পিএমজেডিওয়াই কার্ড দেওয়া হয়েছে৷ 

প্রধানমন্ত্রী জন ধন প্রকল্প আর্থিক অন্তর্ভুক্তির জন্য একটি জাতীয় মিশন যা জনগণকে ব্যাঙ্কিং, সেভিংস/ডিপোজিট অ্যাকাউন্ট, ঋণ, বীমা এবং পেনশনের মতো সুবিধাগুলি দিয়ে থাকে৷ এই কার্ডের ইউজাররা সমস্ত এটিএম, পিওএস টার্মিনাল এবং ই-কমার্স ওয়েবসাইটে ট্রানজাকশন করার সুবিধা পান৷ এছাড়াও এটি দুর্ঘটনাজনিত মৃত্যু এবং সম্পূর্ণ অক্ষম হওয়ার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ দেয়৷ 

আরও পড়ুন- দেশ জুড়ে বিপুল পতন সোনা-রুপোর দামে! নেপথ্যে বাজেট?

এই অ্যাকাউন্টের সুবিধা-

•    ছ’মাস পর ওভারড্রাউটের সুবিধা পাওয়া যায়৷
•     ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বীমা৷ 
•     ৩০ হাজার টাকা পর্যন্ত লাইফ কভার৷ যা উপভোক্তার মৃত্যুর পর যোগ্যতার শর্তে পাওয়া যায়৷ 
•    আমনতের উপর সুদ৷
•    অ্যাকাউন্টের সঙ্গে বিনা খরচে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা৷ 
•    জন ধন অ্যাকাউন্ট হোল্ডারদের রুপে ডেবিট কার্ড দেওয়া হয়৷ 
•    জন ধন অ্যাকাউন্ট থাকলে প্রধানমন্ত্রী কিষান এবং শ্রমযোগী মানধনের মতো স্কিমগুলিতে পেনশনের জন্য অ্যাকাউন্টগুলি খোলা সম্ভব। 
•     সারা দেশে অর্থ হস্তান্তরের সুবিধা৷
•     এই অ্যাকাউন্টেই সরাসরি সরকারি প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =