এবার শুভেন্দুর হয়ে নন্দীগ্রামে মিঠুন, ‘পয়া’ শুক্রবার মনোনয়ন

এবার শুভেন্দুর হয়ে নন্দীগ্রামে মিঠুন, ‘পয়া’ শুক্রবার মনোনয়ন

কলকাতা: ক্রমশ উত্তাপ বাড়ছে বঙ্গ ভোটের  ময়দানে৷ ১২ মার্চ নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী৷ ওই দিন থেকেই কি নন্দীগ্রামে প্রচার শুরু করবেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী? জল্পনা তুঙ্গে৷ 

আরও পড়ুন- প্রার্থীর সঙ্গে দেখা করলেন না তৃণমূল জেলা সহ-সভাপতিই! কৌশানিকে ঘিরে অসন্তোষ

জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানি৷ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নন্দীগ্রামে বিশাল একটি রোড শো করার পরিকল্পনাও রয়েছে বিজেপি’র৷ এবং ওই রোড শোতেই উপস্থিত থাকতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ রাজ্য বিজেপি সূত্র জানা গিয়েছে, শুভেন্দুর রোড শোয়ে মিঠুন চক্রবর্তীর উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল৷ 

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি’র বিশাল সমাবেশের পর গ্রিন রুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় মিঠুন চক্রবর্তীর৷ জানা গিয়েছে, সেই সময়ই প্রধানমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে ১২ মার্চ থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু করার কথা বলেছিলেন৷ উল্লেখ্য বিষয় হল, ১২ তারিখেই নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী৷ ওই দিনই হবে শুভেন্দুর রোড শো৷ এই সমীকরণেই শুভেন্দুর রোড শোয়ে মিঠুন চক্রবর্তীর উপস্থিতির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল৷ 

একুশের ভোটে নন্দীগ্রাম হয়ে উঠেছে হেভিওয়েট কেন্দ্র৷ এই কেন্দ্র থেকে আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই কেন্দ্রে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিল্লিতে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শুভেন্দু৷ তাঁর ইচ্ছায় সিলমোহর দেয় বিজেপি নেতৃত্ব৷ ফলে এই কেন্দ্রে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে গেরুয়া ব্রিগেড৷ ফলে ১২ মার্চ নন্দীগ্রাম থেকেই মিঠুন প্রচারে নামবেন বলে মনে করা হচ্ছে৷ 

আরও পড়ুন- তৃণমূলের প্রার্থী হতেই IPS স্বামীকে বদলি, পিছনে বিজেপি’র ষড়যন্ত্র দেখছেন লাভলি

এবিষয়ে এক বৈদ্যুতিন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন জানিয়েছিলেন, শুভেন্দু বললে প্রচারে যাব৷ তবে আমি যে দলে রয়েছি, সেখানে একটা নিয়মানুবর্তিতা রয়েছে৷ ফলে আমি চাইলেই চলে যেতে পারব না৷ দলী নেতাদের সিদ্ধান্ত মতোই কাজ হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *