Aajbikel

কোভিড কাঁটা সব জেলায়, বঙ্গে সংক্রমণ ছাড়াল দেড় হাজার

 | 
করোনা

কলকাতা: বাংলায় নতুন করে আক্রান্তের সংখ্যায় বিরাট বৃদ্ধি দেখা দিয়েছে বেশ কিছু দিন ধরেই। গত দু'দিনে আবার আগের শঙ্কা ফিরিয়ে এনেছে বঙ্গের সংক্রমণ। হাজার পার করে গতকালই বাংলায় আক্রান্ত ছিল প্রায় পনেরোশো, আজ সেটাও ছাড়িয়ে গেল! তাই অবশ্যভাবে বলা যায় যে পুরনো কোভিড ভীতি ফিরে আসছে। এদিকে, গতকাল একাধিক মৃত্যু হলেও আজ সেই সংখ্যা কম হয়েছে। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে আগের মতো। যদিও টেস্টিংও বেড়েছে আগের তুলনায়।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে 'ডিজিজ এক্স'! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৯ হাজার ৪২৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু দাঁড়িয়ে ২১ হাজার ২১৯ জনে। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ১ হাজার ২১২ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮২৭ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৫ লক্ষ ৫৭ হাজার ২২৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ১২.৮৯ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৮.৬১ শতাংশ।

সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায়। এখানে আজ আক্রান্ত ৬২১। এরপরই করোনা গ্রাফের তালিকায় দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। এই জেলায় আজ কোভিড পজিটিভ ৪৩৫ জন, আর দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ১১৫ জন। বুলেটিন বলছে, একটি জেলাও করোনাশূন্য নেই বৃহস্পতিবার। যা আতঙ্ক আরও বৃদ্ধি করে দিচ্ছে।

Around The Web

Trending News

You May like