ইন্দোনেশিয়া: চিড়িয়াখানায় খণ্ডযুদ্ধ! বনমানুষ বা ওরাঙ্গুটানের রোষে পর্যটক৷ সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা৷ ওরাঙ্গুটানের আক্রমণে রীতিমতো রক্তারক্তি কাণ্ড৷ ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় হাড়হিম করা এই ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল৷
আরও পড়ুন- গত দু’বছর পর ইউরোপজুড়ে পর্যটকদের ঢল, ফের গতি আসছে আমেরিকা-মধ্যপ্রাচ্যের পর্যশিল্প
ঠিক কী হয়েছিল সেদিন? আর পাঁচজন পর্যটকের মতো ওই যুবকও সেদিন চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন৷ ঘুরতে ঘুরতেই তিনি এসে দাঁড়ান ওরাঙ্গুটানের খাঁচার সামনে৷ আর সেখানে আসতেই যত বিপত্তি৷ মজার ছলেই ওই যুবক ওরাঙ্গুটানকে বুকে জড়িয়ে ধরার ভঙ্গিমা করেন৷ ব্যাস! কিছু বুঝে ওঠার আগেই খাঁচার ভিতর থেকে অতর্কিতে হাত বাড়িয়ে ওই যুবকের গেঞ্জি টেনে ধরে ওরাঙ্গুটান৷ কোনও মতে জামা ছাড়াতেই তাঁর পা জাপটে ধরে৷ ওই যুবক যতবারই ছাড়ানোর চেষ্টা করে, ততবারই ব্যর্থ হয়৷ অবস্থা বেগতিক দেখে ওই যুবককে বাঁচাতে এগিয়ে আসে আরেক যুবক৷ তাঁকে শিম্পাঞ্জির কবলমুক্ত করার যথাসাধ্য চেষ্টাও করেন৷ কিন্তু বিশেষ লাভ হয়নি৷ কখনও হাত, কখনও পা, কখনও আবার গেঞ্জি ধরে ওই যুবককে টেনে হিঁচড়ে খাঁচার সামনে নিয়ে আসে ওই যুবক। এর পর একেবার তার পা জাপটে ধরে কামড় বসিয়ে দেয় জন্তুটি।
lu yang berak ya? pic.twitter.com/FVKE6DUV2r
— neutral⚛ (@neutralizm_) June 7, 2022
ইন্দোনেশিয়ার চিড়িয়াখানার এই ভয়াঙ্কর ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল৷ এই ভিডিয়ো দেখে কার্যত ভয়ে আঁতকে উঠেছে নেটপাড়া। বনমানুষের হিংস্র আচরণে সকলে হতবাক৷
এর আগে জামাইকার চিড়িয়াখানায় এমনই এক ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছিল৷ হিংহের খাঁচায় হাত ঢুকিয়ে পশুরাজকে বিরক্ত করার মাশুল দিতে হয়েছিল এক যুবককে৷ বারবার খাঁচায় হাত ঢোকাচ্ছিল ওই যুবক৷ এরপর সিংহের মুখের কাছে হাত নিয়ে যেতেই বিরক্ত হয়ে তাঁর আঙুল কামড়ে ধরে সিংহটি। শত চেষ্টার করেও হাত ছাড়াতে পারেনি৷ বেশ কিছুক্ষণ পর সিংহের মুখ থেকে হাত ছাড়িয়ে আনতে সক্ষম হলেও ততক্ষণে গোটা আঙুল চিবিয়ে খেয়েছে পশুরাজ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>