মৃত্যু ০, আক্রান্ত ১! বঙ্গের কোভিড গ্রাফে স্বস্তি

মৃত্যু ০, আক্রান্ত ১! বঙ্গের কোভিড গ্রাফে স্বস্তি

কলকাতা: বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। শেষ বেশ কয়েক দিন ধরেই দৈনিক সংক্রমণ ১০-এর নীচে আছে। একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে বেশি। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। কিন্তু চিন্তা একেবারে কমছে না। কারণ আক্রান্তের সংখ্যা শূন্য হচ্ছে কই? যতদিন না পর্যন্ত সেটা হচ্ছে ততদিন তো একটা আশঙ্কা থেকেই যায়। তবে আজ সেই আশার ধারে পৌছনো গিয়েছে। কারণ সংক্রমিত হয়েছেন মাত্র ১ জনই।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

মাঝে চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত ছিল। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মশা বাহিত রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছিল। কিন্তু একটু ঠান্ডার আমেজ হওয়ায় মশাও কমেছে আগের থেকে। আগামী কয়েক মাস মশার উপদ্রব থেকে বাঁচা যাবে এই আশা। কিন্তু করোনা কবে পুরোপুরি মুক্তি দেবে, তার উত্তর কিন্তু মিলছে না এখনও। যদিও শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১। মোট আক্রান্ত ২১ লক্ষ ১৮ হাজার ৫২৪ জন। আর মোট সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ২০ লক্ষ ৯৬ হাজার ৯৪৮ জন। বাংলার পজিটিভিটি রেট ০.৩ শতাংশ। মৃত্যু এদিনও একজনেরও হয়নি যা সত্যিই বড় স্বস্তি।

তবে সাধারণের মনে এও প্রশ্ন আছে যে, প্রত্যেক বছর করোনা টিকা নিতে হবে কিনা। বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিস্থিতি মূলত তেমন দিকেই যাচ্ছে। গবেষকদের যুক্তি, যত দিন যাচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলছে যা আগেরটার থেকে বেশি ভয়ঙ্কর। ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই আগের থেকে উন্নত করতে হবে। যে টিকা নেওয়া আছে তা হয়তো নতুন প্রজাতির বিরুদ্ধে তেমনভাবে কাজ করবে না, এই আশঙ্কাতেই প্রত্যেক বছর একটি করে করোনা টিকা নিতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

সংক্রমণ প্রায় একই জায়গায়, খুব একটা স্বস্তি নেই বঙ্গে

সংক্রমণ প্রায় একই জায়গায়, খুব একটা স্বস্তি নেই বঙ্গে

কলকাতা: সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়। আজকের পরিসংখ্যানও খুব একটা স্বস্তি দেবে না। গতকালের মতো আজও প্রায় একই জায়গায় সংক্রমণ। তাই সকলকে আরও সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। সামনে আবার দুর্গাপুজো, তাই সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে তাও আশঙ্কা। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ।

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ রেলপথের অংশ ছিল আজকের বিধাননগর রোড! জানুন অজানা কাহিনী

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৭৫ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১০ হাজার ৫০৭ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৯৩ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৮৬ হাজার ৯১২ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮২০ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ৩.৫২ শতাংশে।

করোনার মধ্যেই আতঙ্ক বৃদ্ধি করছে ‘উপসর্গহীন’ ডেঙ্গি! নাইসেডের রিপোর্ট এই নিয়ে চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। ডেঙ্গির প্রাথমিক উপসর্গ দীর্ঘদিন জ্বর এবং রক্তে প্লেটলেট কমে যাওয়া। কিন্তু সম্প্রতি এমন চিত্র ধরা পড়েছে রাজ্যে যে, রোগীদের জ্বর থাকছে না, প্লেটলেটও কমছে না। অথচ অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে রক্তে। অনুমান করা হচ্ছে, ডেঙ্গির জীবাণু রূপ বদলেছে। আর তাকেই চিকিৎসার পরিভাষায় বলা হচ্ছে ‘ডেন থ্রি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

উত্তরবঙ্গের কোভিড গ্রাফ চিন্তার, রাজ্যে কমল পজিটিভিটি রেট

উত্তরবঙ্গের কোভিড গ্রাফ চিন্তার, রাজ্যে কমল পজিটিভিটি রেট

কলকাতা: বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। তবে আজও গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক আক্রান্ত। এদিকে কলকাতার সংক্রমণও এখনই কম হওয়ার দিকে যাচ্ছে না। সব মিলিয়ে একটি চাপা উদ্বেগ রয়েই যাচ্ছে।

আরও পড়ুন- করোনার আঁতুড়ঘর! শীর্ষ আদালতের আক্রান্তের সংখ্যা বিপুল

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৫৪ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৫ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৩৭৫ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৩১৭ জন। অন্যদিকে উত্তরবঙ্গেও বাড়ছে সংক্রমণ। দার্জিলিংয়ে সংক্রমিতের সংখ্যা ৫০০ পেরিয়েছে। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৪৯ হাজার ৭৪ জন। মোট মৃতের সংখ্যা ২০ হাজার ২৬৫ জন। আজ বঙ্গের পজিটিভিটি রেট ১২.৫৮ শতাংশ। অন্যদিকে, বাংলায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৮১৬ জন। এদিকে ১১ মার্চের পর থেকে কোভিড সাধারণ রোগে পরিণত হতে পারে বলে দাবি করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর অতিমারি বিভাগের প্রধান সমীরণ পাণ্ডা।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৭০৩ জনের, যা গতকাল ছিল ৪৯১। তবে ৭০৩ জন মৃতের মধ্যে ৩৪১ জনই কেরলের বলে জানা গিয়েছে। এদিকে, দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জনের। প্রায় ৮ মাস পর ফের দৈনিক সংক্রমণ এত বেশি বেড়ে গিয়েছে ভারতে। অন্যদিকে পরিসংখ্যান অনুসারে, দেশের সংক্রমণের হার এই মুহূর্তে রয়েছে ১৭.৯৪ শতাংশে। আপাতত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৬০ কোটি ৪৩ লক্ষ ৭০ হাজার ৪৮৪ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৭০ লক্ষ ৪৯ হাজার ৭৭৯ ডোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =