কলকাতা: বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাবাসী বৃষ্টির ভ্রূকুটি সহ্য করেছে। প্রচণ্ড তাপপ্রবাহের মাঝে হঠাৎ ঘূর্ণিঝড় ‘আসানি’র চোখরাঙানি বৃষ্টি এনেছিল বঙ্গে এবং তার দরুণ কিঞ্চিৎ স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। উত্তরবঙ্গে অনেক আগে থেকেই কালবৈশাখী হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে সেই তুলনায় না হয়েছে ঝড়, না বৃষ্টি। হালকা থেকে মাঝারি বর্ষণ হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এবার একবার ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে আগের মতো। তাহলে এবার কি বৃষ্টি হবে?
আরও পড়ুন- জন্মহার নিয়ন্ত্রণ হচ্ছে ভারতে! সবথেকে বেশি কমছে মুসলিমদের মধ্যে
আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গে এই মুহূর্তে খুব বেশি বৃষ্টি হবে না বলেই অনুমান। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হওয়ার কথা তা গরম খুব একটা কমাতে পারবে না বলেই ইঙ্গিত দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তাদের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। অনেক দিন পর কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপর গিয়েছে। এদিকে জানান হয়েছে, বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে আগামী কয়েক দিন। যদিও হাওয়া মহলের পূর্বাভাস, সকাল থেকে খানিক গুমোট আবহাওয়া থাকলেও বিকেলের পর থেকে হালকা মাত্রায় বৃষ্টি শুরু হতে পারে বঙ্গে।