স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, অভিষেকের জীবন সঙ্কটে, বিস্ফোরক মমতা

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, অভিষেকের জীবন সঙ্কটে, বিস্ফোরক মমতা

কলকাতা: ত্রিপুরায় তৃণমূলের উপর আক্রমণের ঘটনায় গর্জে উঠলে মমতা৷ সরাসরি আঙুল তুললেন অমিত শাহের দিকে৷ আহত  সুদীপ রাহা ও জয়া দত্তকে দেখতে এদিন সকালেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেরিয়ে এসে তিনি বলেন, সুদীপ, জয়া এবং দেবাংশুকে যে ভাবে মারধর করা হয়েছে, যে ভাবে তাঁদের পাথর মারা হয়েছে, তা দেখে আমি স্তম্ভিত৷ তাঁর বিস্ফোরক অভিযোগ, সবটাই হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে৷ পাশাপাশি তিনি বলেন, অভিষেকের জীবনও সঙ্কটাপন্ন৷  

আরও পড়ুন- আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, নয়া ঘোষণার দিকে তাকিয়ে জঙ্গলমহল

এদিন মুখ্যমন্ত্রী বলেন, জয়ার গালে কালো দাগ, কান ফেটে গেয়েছে৷ সুদীপের মাথায় আঘাত৷ ভয়ঙ্কর ভাবে মারধর করা হয়েছে৷ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, পুলিশের সামনে তাঁদের মারা হল৷ কিন্তু পুলিশ নিশ্চুপ৷ শুধু তাই নয়, মারার পর ৩৬ ঘণ্টা কোনও চিকিৎসা করতে দেওয়া হয়নি৷ এক গ্লাস  জল পর্যন্ত খেতে ওয়া হয়নি৷ তিনি বলেন, ওঁরাই মারল, ওঁরাই গ্রেফতার করল৷ শুধু তাই নয়, থানায় সকাল থেকে বসে থাকা দলীয় নেতা থেকে সাংবাদিক, কাউকে এক গ্লাস জল দেওয়া হয়নি৷ ত্রিপুরায় বিজেপি দানবীয় দল চালাচ্ছে৷ চিনি জানান, এনআরসি-র সময় অসমেও তৃণমূল নেতাদের ঢুকতে দেয়নি বিজেপি সরকার৷ এর পর হাথরাসের ঘটনার পরেও দলীয় সাংসদদের ঢুকতে দেওয়া হয়নি৷

মমতা বলেন, ত্রিপুরায় অভিষেকের গাড়িতেও হামলা হয়েছে৷ প্রশাসনের তরফে বুলেট প্রুফ গাড়ি না দেওয়া হলে ওঁর মাথা ভেঙে চুরমার হয়ে যেত৷ ত্রিপুরায় যা হয়েছে সবটাই পুলিশের সামনে হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে৷ এটাই বিশ্বাস করি৷ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া ত্রিপুরার মুখ্যন্ত্রীর এত বড় সাহস হতে পারে না৷ 
তিনি আরও বলেন, অনেক জায়গায়া বলা হয়েছে তৃণমূল নেতাদের যেন টিকিট না দেওয়া হয়৷ কোনও প্লেন বা কপ্টার যেন ভাড়া না দেওয়া হয়৷   অভিষেক প্লেনে গেলে, ওঁর পাশের পাঁচটা সিট বুক করে পাঁচটা গুণ্ডা তুলে দেওয়া হচ্ছে৷ অভিষেকের জীবন সঙ্কটে৷ 

তাঁর কথায়, যে ভাবে প্রেসিডেন্সির ছাত্র সুদীপ রাহাকে আক্রমণ করা হয়েছে, তাতে সমগ্র ছাত্র সমাজের গর্জে ওঠা উচিত৷ এই ঘটনার তীব্র নিন্দাও জানান মুখ্যমন্ত্রী৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

যন্ত্রণায় কাতর ‘আক্রান্ত’ মমতা! কেমন আছেন মুখ্যমন্ত্রী? দেখুন বুলেটিন!

যন্ত্রণায় কাতর ‘আক্রান্ত’ মমতা! কেমন আছেন মুখ্যমন্ত্রী? দেখুন বুলেটিন!

 

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট নিয়ে এখন কার্যত তুলকালাম বঙ্গ রাজনীতি। নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেই পায়ে চোট পান তিনি। যন্ত্রণায় কাতর তৃণমূল সুপ্রিমোকে দেখে একদিকে যখন নাটকের কটাক্ষ করেছেন বিরোধীরা, অন্যদিকে তখনই চক্রান্ত করে হামলার অভিযোগ এনেছে শাসকদল। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রীর পায়ের চোট যে গুরুতর হাসপাতালের ছবি কার্যত পরিষ্কার৷ আজ দুপুরে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত তথ্য দেওয়া হয়৷

মুখ্যমন্ত্রী শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার পর মেডিক্যাল বোর্ডের প্রকাশ করে এসএসকেএমের তরফে জানানো হয়, ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড মুখ্যমন্ত্রীকে দেখেছেন৷ বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে৷  তাঁর সার্বিক শারীরিক পরিস্থিতি স্থিতিশীল৷ বা পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে৷ হয়েছে মাথায় তীব্র যন্ত্রণা৷ রক্ত পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই সকালে এসে গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর শরীরে সোডিয়ামের পরিমাণ কিছুটা কম দেখা গিয়েছে৷ বোর্ডের তরফে আজ দুপুরে পর্যবেক্ষণ করবেন৷ পর আরও একটি পর্যবেক্ষণ করা হবে বিকেলে৷  রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করা হবে৷ এক্সরে, সিটি স্ক্যান করা হয়েছে৷ চলছে চিকিৎসা৷ আজ বিকেলে আরও একটি মেডিকেল বোর্ড প্রকাশ করা হবে৷ এমআরআই করার পর হারে আঘাত থাকার কারণে প্লাস্টার করা হয়েছে৷ তবে মুখ্যমন্ত্রী কতদিন হাসপাতাল থাকবেন সেটাও বলা যায়নি৷ মেডিক্যাল বোর্ড পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে৷

তৃণমূল নেত্রীর আঘাত যেন লড়াইয়ের নতুন উদ্দীপনা সঞ্চার করেছে ঘাসফুল শিবিরে। গতকাল রাত থেকেই রাজ্যের একাধিক প্রান্তে দেখা গেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভ। একের পর এক দলবদলে দিশাহারা শাসকদলকে বহুদিন পরেই হয়তো এতটা ঐক্যবদ্ধ দেখল বাংলা। কিন্তু কেমন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা অবশ্য জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর চোট বেশ গুরুতর। তাঁর বাঁ পায়ের গোড়ালির হাড়ে প্লাস্টার করতে হয়েছে। তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চাইছেন ৬ সদস্যের চিকিৎসকদের বোর্ড। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গতকাল নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর রানিচকের এক অনুষ্ঠান থেকে ফেরার পথে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে খানিক কথা বলছিলেন তিনি। অভিযোগ তখনই কয়েকজন মিলে তাঁকে ধাক্কা দেয়। তড়িঘড়ি কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 7 =