আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, নয়া ঘোষণার দিকে তাকিয়ে জঙ্গলমহল

আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, নয়া ঘোষণার দিকে তাকিয়ে জঙ্গলমহল

4e4fc7035cbd303f23377c2b6155f403

কলকাতা: তিনি মানেই উন্নয়ন৷ জঙ্গলবাসীর কাছে শেষ ১০ বছরে এই বিষয়টা বেশ স্পষ্ট হয়ে গিয়েছে৷ স্বভাবতই, মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের প্রথম জঙ্গলমহল সফরকে ঘিরে কৌতূহলে জঙ্গলমহলের বাসিন্দারা৷

নবান্ন সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ ঝাড়গ্রামে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন আজ, ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলন৷ একই সঙ্গে রয়েছে বিশ্ব আদিবাসী দিবস৷ সেই উপলক্ষ্যেই জঙ্গলমহলের প্রাণ কেন্দ্র ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷

স্বভাবতই, মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জঙ্গল মহলে পুলিশ প্রশাসনের তৎপরতা তুঙ্গে৷ কারণ, উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি এদিন ঝাড়গ্রাম জেলায় প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী৷ পরের দিন অর্থাৎ রবিবার পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের বন্যা বিধ্বস্ত ঘাটাল সফরেও যেতে পারেন মুখ্যমন্ত্রী৷

একটা সময় গুলি, বোমার আওয়াজে ঘুম ভাঙত জঙ্গলবাসীর৷ পালা বদলের পর মাও নেতা কিষেণজিকে এই জঙ্গলেই খতম করেছিল মমতার পুলিশ৷ সময়ের সঙ্গে সঙ্গে জঙ্গলমহলে ফিরেছে শান্তি৷ এসেছে উন্নয়নের ছোঁয়া৷ যদিও গত লোকসভায় জঙ্গলবাসী মুখ ফিরিয়ে নিয়েছিল তৃণমূলের দিক থেকে৷ একুশের ভোট প্রচারে তাই বারে বারে জঙ্গলমহলে গিয়ে মানুষের কাছে নিজেদের ভুল শুধরে নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি৷

ভুল শুধরে নেওয়া বাংলার মেয়ের প্রতি ফের আস্থা রেখেছে জঙ্গলবাসী৷ বিশেষত, মহিলাদের উল্লেখযোগ্য ভোট পেয়েছে তৃণমূল৷ স্বভাবতই, জঙ্গলমহল সফর থেকে মুখ্যমন্ত্রী এদিন উন্নয়নের কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে জঙ্গলমহলের বাসিন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *