Aajbikel

ছিল একাধিক দাবি, ডেপুটেশন দিয়ে শহরে মিছিল করল গৃহ সহায়িকা ইউনিয়ন

 | 
union

কলকাতা: ন্যূনতম বেতনের দাবি সহ মোট ৭ দফা দাবি নিয়ে বড় কর্মসূচির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়ন (CITU)। এই প্রেক্ষিতেই বুধবার শিয়ালদহ থেকে মিছিল করে তারা। কলেজ স্ট্রিট পর্যন্ত হয় এই মিছিল। সঙ্গে শ্রম মন্ত্রী ও লেবার কমিশনারকে ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশন দিতে যান গৃহ সহায়িকা ইউনিয়নের কার্যকরী সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ ও ওয়ার্কিং কমিটির সদস্য অচ্যুৎ চক্রবর্তী।  

আরও পড়ুন- শেষের পথে শীত? পশ্চিমি ঝঞ্ঝায় দুর্বল উত্তুরে হাওয়া! কেমন কাটবে সংক্রান্ত?

p

৭৫ টাকা ঘন্টা হিসেবে ন্যূনতম বেতন সহ ওয়েলফেয়ার বোর্ড গঠন, সচিত্র পরিচয় পত্র এবং সামাজিক সুরক্ষা চালুর দাবি তোলা হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি আরও বেশ কিছু দাবি রাখে তারা। এদিন যে মিছিল হয়েছে তাতে প্রায় ১৫০ জন গৃহ সহায়িকা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে, লেবার কমিশনার তাদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, সচিত্র পরিচয় পত্র দেওয়া হবে। আর ন্যূনতম মজুরির বিষয়ে সরকার ক্যাবিনেট করে জানাবে। এছাড়া ইউনিয়নের রেজিষ্ট্রেশনের বিষয়েও সদর্থক ভুমিকা নেওয়া হবে।

p

আরও পড়ুন- নতুন বছরের শুরুতে বঙ্গের কোভিড হাল কী? জেনে নিন

 

Around The Web

Trending News

You May like